নিজস্ব প্রতিবেদক, রামপুরহাট, ১২ জুলাই ঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হল বোলপুর ট্রাফিক ওসি তুহিন ঝাঁ-র। সোমবার রাত্রে কর্তব্যরত অবস্থায় একটি ডিভাইডারের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। মাথায় গুরুতর আঘাত নিয়ে তাঁকে বোলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যু কালে তাঁর ব্যয় হয়েছিল ৩৬ বছর।
মালদা ইংরেজ বাজারের বাসিন্দা তুহিন ঝাঁ বছর সাতেক আগে আর্ম সাব ইন্সপেক্টর পদে যোগদান করেন বছর সাতেক আগে। প্রথম দিকে রামপুরহাট ট্রাফিক ওসি হিসাবে দায়িত্বের সঙ্গে কর্তব্য পালন করেন তিনি। এরপর তাঁকে বদলি করা হয় মল্লারপুর থানায়। সেখান থেকে মাস ছয়েক আগে বোলপুর শহরের ট্রাফিক ওসি হিসাবে কাজ শুরু করন। মাস ছয়েক আগে মালদাতেই বিয়ে করেন তিনি। স্ত্রীকে নিয়ে বোলপুরেই থাকতেন তুহিনবাবু। বর্তমানে স্ত্রী তিনমাসের অন্তসত্ত্বা। সোমবার কাজে বেরিয়ে রাতের দিকে বাড়ি ফিরছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে। তুহিনবাবুর মৃত্যুতে শোকার্ত বীরভূম জেলা পুলিশ। টুঁইটারে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুঃখ প্রকাশ করার পাশাপাশি তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
0 Comments