নিজস্ব প্রতিবেদক, রামপুরহাট, ১৩ জুলাই ঃ “কংগ্রেস আমলে সব বেকার হয়ে গিয়েছিল। মোদি ক্ষমতায় আসার পর সব কিছু পুনরুজ্জীবিত করেছেন”। অশোকস্তম্ভ প্রসঙ্গে কংগ্রেসের প্রতিক্রিয়ার এমনই জবাব দিলেন কেন্দ্রীয় পররাষ্ট্র ও শিক্ষা প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংহ।
গতকাল রাতেই বোলপুরে আসেন ইনার মনিপুরের সাংসদ, কেন্দ্রীয় পররাষ্ট্র ও শিক্ষা প্রতিমন্ত্রী মন্ত্রী রাজকুমার রঞ্জন সিংহ। বোলপুরে রাত্রিবাসের পর বুধবার সকালে সিউড়িতে চায়ে পে চর্চায় যোগদান করেন। সিউড়ি টিন বাজার এলাকায় চায়ে পে চর্চার সময় পথ চলতি মানুষের সঙ্গে কথা বলেন। এলাকার সমস্যার কথা শোনেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কংগ্রেস আমলে দেশের কোন উন্নয়ন হয়নি। স্বাধীনতার পর দেশ অনেক পিছিয়ে গিয়েছে। কংগ্রেস সরকার মানুষের জন্য কিছু করেনি। গরিব মানুষ খুব কষ্টের মধ্যে ছিল। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর সরকার আসার পর দেশের মানুষের সরকার গঠন হয়েছে। বিজেপি সরকারের প্রথম লক্ষ্য ছিল গরিব মানুষের উন্নয়ন। সেই লক্ষ্যেই মোদী সরকার এগিয়ে চলেছে”।
এরপরেই সিউড়ি থেকে তারাপীঠে আসেন মন্ত্রী রাজকুমার রঞ্জন সিংহ। মা তারার পুজো দিয়ে সাংবাদিকদের বলেন, “মা তারার দর্শন হয়ে খুব ভালো লাগছে। মোদী সরকারকে প্রজাদের সেবা দেওয়ার শক্তি যোগানোর প্রার্থনা জানালাম মা তারার কাছে। সেই সঙ্গে দেশের মানুষকে শক্তি দেওয়া এবং মানুষের উন্নয়নে বিজেপিকে শক্তি দেওয়ার আশীর্বাদ প্রার্থনা করলাম। মায়ের কাছে দেশের শান্তি কামনা করলাম”।
0 Comments