নিজস্ব প্রতিবেদক ঃ দীর্ঘদিন ধরে চলছে রানের খরা, গত আড়াই বছর একবারও পৌঁছাতে পারেননি তিন অংকের রানে। এমতাবস্থায় আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে কিং কোহলি নাম না-থাকা নিয়ে শুরু হয়েছে জল্পনা তাহলে কি ভারতীয় ক্রিকেটে কোহলী যুগের অবসানের পথে? এর আগে দক্ষিণ আফ্রিকা যখন ভারত সফরে এসেছিল তখন বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলি কে। সপরিবারে তিনি মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। এরপর তিনি টিমের সঙ্গে যোগ দেন এজবাস্টন টেস্টে, তবে সেখানেও চরম ব্যর্থ কিং কোহলি। যদিও টি-টোয়েন্টি সিরিজে ফর্মে ফিরবেন এই আশায় বুক বেঁধেছিলো কোহলির সমর্থকরা, যদিও সেই আশা সফল হয়নি। ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। 2-1 এ ভারত সেই সিরিজ জিতলেও সেখানে কোহলির ভূমিকা ছিল বর্তমানে তৃণমূল কংগ্রেসে মুকুল রায়ের ভূমিকার মতই। এরপরই কোহলি কে বাদ দেওয়ার দাবি আরো জোরালো হয়। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই কোহলির বোঝা ঝেড়ে ফেলার পক্ষে সওয়াল করেন। সেই তালিকায় যেমন ছিলেন 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেব থেকে শুরু করে বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেহবাগ। সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় কোহলি কে নিয়ে নানান রকম মিমে। এমতাবস্থায় আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে কিং-এর বাদপড়া কোহলি ভক্তদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত খারাপ খবর।
0 Comments