ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

ফের কলকাতায় উঠতি মডেলের রহস্যমৃত্যু

নিজস্ব প্রতিনিধি , কলকাতা : পল্লবী, বিদিশার পর ফের কলকাতায় উঠতি মডেলের  রহস্যমৃত্যু। বাঁশদ্রোণীর আবাসন থেকে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ । গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তরুণীর বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পূজা সরকার নামে এক তরুণী সদ্যই মডেলিংয়ের জগতে পা রেখেছিলেন। পুলিশ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা পূজা। গোবরডাঙা হিন্দু কলেজের ছাত্রী। মাসছয়েক আগে বাঁশদ্রোণী থানার উলটো দিকের এক বহুতলের একতলা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তিনি। প্রায়সই গভীর রাতে বাড়ি ফিরতেন পুজা।  স্থানীয়রা সূত্রে খবর, ওই আবাসনে পূজার সঙ্গে থাকতেন অন্য এক তরুণী। অন্যদিকে এই আবাসনে আসা যাওয়া ছিল দুই তরুণের। শনিবার রাতে পূজা একটি ঘরের দরজা বন্ধ করে দেন। বহুবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অবশেষে বহুতলের অন্যান্য আবাসিকদের ডাকাডাকি  করেন পুজার বান্ধবী। তার ডাকে ছুটে আসেন প্রতিবেশীরা। দরজা ভেঙে ঘরের ভিতরে ঢোকেন তাঁরা। গলায় ফাঁস লাগানো অবস্থায় পূজাকে পাখা থেকে ঝুলতে দেখেন তারা।

তড়িঘড়ি খবর দেওয়া হয় বাঁশদ্রোণী থানায়। খবর পেয়ে  ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুজার বান্ধবীর  দাবি, আত্মহত্যা করেছেন পূজা। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই  পূজার মৃত্যু খবর তার পরিবারকেও জানানো হয়েছে। পূজার আত্মহত্যার নেপথ্যেও মানসিক অবসাদই  কিনা অন্য কোন কারণ  খতিয়ে দেখছে পুলিশ। 

Post a Comment

0 Comments