ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

বজবজে সরকারি চাকরি করছেন ভুয়ো কর্মচারী ?

                                        

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : জাল শিক্ষকের পর এবার ভূয়ো সরকারি কর্মীচারি ?  বজবজ ১ নম্বর ব্লকের বিডিও অফিসে এমনই এক চুতুর্থ শ্রেণীর ভুয়ো কর্মচারীর হদিশ মিলল। ধরা পড়ার পর কি ভাবে বেনিয়ম ঢাকবেন তা ভেবেই আকুল আধিকারিকরা। সেই ভুয়ো সরকারি কর্মী ধরা পড়ার বিশেষ প্রতিবেদন।

 বেশ কয়েকদিন ধরেই আমাদের কাছে অভিযোগ আসছিল, বজবজ ১ নম্বর ব্লকের বিডিও অফিসে নিজেকে সরকারি অফিসার পরিচয় দিয়ে জাকিয়ে বসেছেন এক ব্যক্তি। খবরের সত্যতা জাচাই করতে সোমবার বজবজ ১ নম্বর ব্লকের বিডিও অফিসে পৌঁছালাম আমরা। ক্যামারে নিয়ে তার কাছে যেতেই দেখুন কাণ্ড। নিজের নাম পরিচয়টুকুও দিতে নারাজ তথাকথিত সরকারি ওই কর্মী।

এতদিন ছিলেন রেশন দফতরের সরকারি আধিকারিক। আমাদের ক্যামারার সামনে ঘাবড়ে হয়ে গেলেন চুতুর্থ শ্রেণীর কর্মচারী । এ যে মশাই পদবনোতি হয়ে গেল। অনেকবার জিজ্ঞাসার পর নামও একটা বললেন বটে হাফিজুর{ কিন্তু সত্যি কি উনি সরকারি কর্মী ? প্রশ্নের উত্তরে বজবজ ১ নম্বর ব্লকের বিডিও অফিসের করনিক কি বললেন, ওনি স্টাফ নন পঞ্চায়েতের কাজে সাহায্য করার জন্য রাখা হয়েছিল।

বলেন কি মশাই। সরকারি কর্মী নন তবু বসেন সরকারি দফতরে  ?   তাও একেবারে রেশন দফতরের মতো বিভাগে। কেন ?   কিসের জন্য?  

ব্যাপারটার জট কাটাতে বড় বাবু ঋষভ সরকারের সরণাপন্ন হলেও দুপুর ১২ টা নাগাদও তিনি অফিস আসেন নি। ব্যাস্ত অফিসার বলে কথা। কত কাজের চাপ বলুন।

পঞ্চায়েত সমিতি কি সরকারি চাকরি দিতে পারে ?  আমাদের জানা নেই। বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেবার ভার আপনাদের উপরই ছেড়ে দিলাম ।

Post a Comment

0 Comments