ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

আপাতত গ্রেপ্তার করা যাবে না নূপুর শর্মাকে : সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি : আপাতত স্বস্তি বহিস্কৃত  বিজেপি নেত্রী  নুপুর শর্মার। পয়গম্বরকে নিয়ে বিতর্কিত  মন্তব্যের জেরে  বিভিন্ন রাজ্যে যে এফআইআর দায়ের হয়েছে তাতে আপাতত গ্রেপ্তার করা যাবে না নুপুর শর্মাকে, নির্দেশ সুপ্রিম কোর্টের।  বিচারপতি সূর্যকান্ত ও জিবি পাটিয়ালার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ১০ ই আগস্ট পর্যন্ত গ্রেফতার করা যাবে না নুপুর শর্মাকে নির্দেশ ডিভিশন বেঞ্চের।  এই সময়ের মধ্যে নুপুর শর্মা বিরুদ্ধে কোন কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত।  

নূপুর শর্মা গ্রেফতারি এড়াতে সোমবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নুপুর শর্মার , সেই আবেদনের প্রেক্ষিতেই এই রক্ষাকবচ  সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের।  

পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নূপুর শর্মা । এক পর্যায়ে রাজনৈতিক চাপে বহিষ্কার করতে হয় নূপুর শর্মাকে ।

বিজেপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোও তার এই মন্তব্যের বিরোধিতা করেছে।

অন্যদিকে নূপুর শর্মা তাঁর মন্তব্য নিয়ে অনড় ছিলেন । তার বক্তব্য ছিল আমি যে মন্তব্য করেছি তা ধর্মগ্রন্থে রয়েছে। এ বিষয় নিয়ে বিতর্কিত কিছু মন্তব্য করা হয়নি। যা নিয়ে এত আলোড়ন হচ্ছে তা পরিকল্পিত।

পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য জেরে পশ্চিমবাংলায় ও তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রুজু হয়। একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

আপাতত এই সব মামলায় গ্রেফতার করা যাবে না নুপুর শর্মাকে ।




Post a Comment

0 Comments