নিজস্ব প্রতিনিধি ,কলকাতা : বিজেপিকে হিংস্র অসভ্য বর্বরের দল বলে কটাক্ষ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের। বিজেপি রাজনৈতিক স্বার্থে দেশে অশান্তি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তার।
কলকাতা পুরসভায় চাকরির নামে প্রতারনা। রানাঘাট থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় পুলিশের ভূমিকাকে প্রশংসা করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি তিনি বলেন,একটা বড় চক্রের বহুদিন ধরে সক্রিয়। তদন্ত চলছে খুব দ্রুত সকল অভিযুক্তকে গ্রেফতার করা হবে।
একুশে জুলাইকে শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস। একই দিনে উলুবেড়িয়াতে সভা করার অনুমতি চায় বিজেপি। অনুমতি দেয়নি প্রশাসন। এই ইস্যুতে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এই ইস্যুতে বিজেপিকে কড়া সমালোচনা করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন,বিজেপি অরাজকতা তৈরি করার জন্য এই ধরনের কর্মসূচি নিয়েছে।
অন্যদিকে সভার অনুমতি না পাওয়ায় জন্য পুলিশের ভূমিকাকে কড়া সমালোচনা করে বিজেপি। তৃণমূল নেতৃত্বের অঙ্গুলি হেলনে পুলিশ সভার অনুমতি দেয় নি বলে অভিযোগে সরব বঙ্গ বিজেপি নেতৃত্ব।
0 Comments