ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

ঋনে জর্জরিত গৌতম আদানীকে ১৪ হাজার কোটি টাকা লোন দিচ্ছে সংস্থা

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি বিশ্বের ধনীদের তালিকায় গৌতম আদানি (Goutam Adani) ছাড়িয়ে গিয়েছেন মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটসকেও।  ফোর্বসের প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে ১১৫.৫ মিলিয়ন ডলার নিয়ে বিশ্বের ধনীদের তালিকা তিনি চতুর্থ স্থানে।  তিনি ভারতের ধনকুবের গৌতম আদানি। তবে সম্পত্তি বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার ঋণের পরিমাণও। সম্প্রতি দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে আবারও ঋণের জন্য আবেদন করেছে আদানি গোষ্ঠী, যা নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

 নিরব মোদী,বিজয় মালিয়া বা মেহুল চেকসিদের মধ্যে মিল কোথায়? না না এটা বলার জন্য কোন কোন পুরস্কার নেই কারণ গোটা দেশ জানে এরা সকলেই ঋণখেলাপি,বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে মোটা টাকা ঋণ নিয়ে সকলেই আরামে-আয়েশে দীনযাপন করছেন বিদেশের মাটিতে।  এদিকে  বিপুল পরিমাণ ঋণের বোঝা কাঁধে থাকা সত্বেও ফের মোটা টাকা ঋণের জন্য আবেদন করছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে ১৪ হাজার কোটি টাকা ঋণ চেয়ে আবেদন করেছেন এই বিশিষ্ট শিল্পপতি।  পলিভিনাইল ক্লোরাইডের প্লান্ট তৈরির জন্যই এই ঋণের আবেদন করেছেন তিনি  ।  কয়লা থেকে পলিভিনাইল ক্লোরাইড উৎপাদন করাই লক্ষ্য আদানি গ্রুপের আর সেই লক্ষ্যেই গুজরাটের মুন্দ্রায় একটি প্লান্ট স্থাপন করতে চায় আদানি গ্রুপ। এই প্লান্ট তৈরির জন্যই ১৪ হাজার কোটি টাকা আবেদন করা হয়েছে আদানি গ্রুপের পক্ষ থেকে।  তবে তথ্য বলছে আদানি গ্রুপের মোট ঋণের পরিমাণ তাদের মোট সম্পত্তির 40 শতাংশেরও বেশি। তথ্য বলছে প্রতিবছর এই ঋণের পরিমাণ 155 শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে । ২০২১-২২ অর্থবর্ষে আদানি গ্রুপের মোট ঋণের পরিমাণ দু লক্ষ ২১ হাজার কোটি টাকা যা দুই হাজার কুড়ি একুশ অর্থবর্ষে ছিল এক লক্ষ ৫৭ হাজার কোটি টাকা।  আর এই বিপুল পরিমাণ ঋণ নিয়ে প্রমাদ গুনছে দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা,  আরও একটা নীরব মোদী বা বিজয় মালিয়া ঘটনার পুনরাবৃত্তি হবে নাতো? আসলে ঘরপোড়া গরু তো,তাই সিঁদুরে মেঘ দেখলেই ভয় লাগে এই আরকি।

Post a Comment

0 Comments