নিজস্ব প্রতিনিধি : শনিবার রাতেই উপরাষ্ট্রপতি প্রার্থীপদে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করে বড়সড় চমক দিয়েছে দেশের শাসক দল। নাম ঘোষণার পরই শনিবার রাতে দিল্লীর গেস্ট হাউসে পৌঁছে যান জগদীপ ধন কর।এর আগে অবধি অমরিন্দর সিং থেকে রঞ্জন গগৈ- বিজেপি-র উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে অনেক নাম নিয়েই জল্পনা চলছিল। কিন্তু শেষ অবধি জগদীপ ধনকরের নাম ঘোষণা করায় বিস্ময় বাংলা তথা দেশের রাজনৈতিক মহলে। বিরোধীরা এখন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে ধনখড়ের বিরুদ্ধে কাকে দাঁড় করান তা নিয়েও জোর চর্চা ও কৌতুহল শুরু হয়েছে।তবে ধনখড় পদপ্রার্থী হওয়ায় খুশি বাংলার পদ্মশিবির।বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন মাননীয় রাজ্যপালের সংবিধান ও সংসদীয় আইন নিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞ্যতা রয়েছে ।এন ডি এর পক্ষ থেকে সঠিক ব্যক্তিকেই নির্বাচন করা হয়েছে।
তবে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে গোপনে শলা পরামর্শ হয়েছে অভিযোগ করেছেন বামনেতা সুজন চক্রবর্তী।তাদের বিজেমূল স্লোগান কে ফের একবার সামনে রেখে কেন্দ্র ও রাজ্য উভয়কেই কটাক্ষ করেছেন সুজন
তবে এই বিষয়ে এখনই কোন মন্তব্য করতে রাজি হননি তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ ।
উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে। তাই আগামী মাসের প্রথম সপ্তাহে হতে চলেছে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন। অঙ্কের বিচারে সেই ভোটে ধনখড় এগিয়ে থাকবেন। ।তবে রাজ্যপাল হয়ে বাংলার শাসক দলকে চাপে রাখা রাজ্যপাল জগদীপ ধনখড়কেই শেষপর্যন্ত উপরাষ্ট্রপতি পদের জন্য বাছালেন কেন্দ্রের বিজেপি নেতৃত্ব।
0 Comments