ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে গৃহবধূর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্রীয় মন্ত্রী

  


নিজস্ব প্রতিবেদক , বোলপুর, ১৫ জুলাই : গ্যাস বিলি বণ্টনের অনুষ্ঠানেই গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় মন্ত্রীকে অস্বস্তিতে ফেললেন এক গৃহবধূ। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির দোহায় দিয়ে নিস্তার পান কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কর্মসংস্থান ও প্রতিমন্ত্রী রমেশ্বর তেলি।

বৃহস্পতিবার বীরভূম আসেন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি। শুক্রবার বেলার দিকে বোলপুরের গীতাঞ্জলি সভাকক্ষে বোলপুর লোকসভা এলাকার গৃহবধূদের হাতে নতুন গ্যাসের সংযোগ তুলে দেন। সেই সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা কতটা পেয়েছেন এলাকার মানুষ সেই নিয়ে প্রশ্ন উত্তর শুরু করেন। সেই সময় লাভপুরের বাসিন্দা গৃহবধূ পূর্ণিমা হাজরা গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলে মন্ত্রীকে অস্বস্তিতে ফেলে দেন। পূর্ণিমা বলেন, "আমরা দুঃস্থ মানুষ। বিনামূল্যে গ্যাসের সংযোগ পেলেও মূল্য বৃদ্ধির কারণে আমরা গ্যাস ব্যবহার করতে পারছি না। অবিলম্বে গ্যাসের দাম কমানো হোক"। গৃহবধূর এই প্রশ্নে দলের বোলপুর সাংগঠনিক সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল থেকে গ্যাস সংস্থার আধিকারিকরা অস্বস্তিতে পড়ে যান। মন্ত্রী বলেন, "আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণেই গ্যাসের দাম বেড়েছে। কেন্দ্রীয় সরকার নিজের ইচ্ছা মতো দাম বাড়ায়নি"।

সন্ন্যাসী চরণ মণ্ডল বলেন, "ওটা দলীয় অনুষ্ঠান ছিল না। সরকারি ভাবে কিছু উপভোক্তার হাতে বিনামূল্যে গ্যাসের সংযোগ তুলে দেন। সেখানেই একটি প্রশ্ন উত্তর পর্ব চলছিল। সেই সময় ওই মহিলা গ্যাসের দামবৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন। মন্ত্রীও সুন্দর করে তার প্রশ্নের উত্তর দেন"।

Post a Comment

0 Comments