ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

"এত টকা উঠছে কেউ আমাকে বলেনি, আগে জানতে পারলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতাম" : মমতা

নিজস্ব প্রতিনিধি : কলকাতা : পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে এই প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  অন্যায় করলে তাকে সমর্থন করি না, কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তার শাস্তি হলে কোনো আপত্তি নেই।  নজরুল মঞ্চে বঙ্গভূষণ বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান অনুষ্ঠানে এভাবেই দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে  দূরত্ব বাড়ালেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।  

 শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার ইডির হাতে গ্রেফতার হন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার ২১ কোটি ৯০ লক্ষ টাকা। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। যার আচ গিয়ে পরেছে শাসক তৃণমূলের অন্দরে। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ভোগ করার জন্য আমি রাজনীতি করি না। আমি মনে করি, ত্যাগ করার রাজনীতি করা উচিত। ভোগ করার জন্য সারাজীবন রাজনীতি করিনি। আমার ধারণা ছিল, রাজনীতি মানে ত্যাগ। কিন্তু বলুন তো, সবাই কি এক? পার্থক্য তো থাকবেই। অন্যায়কে সমর্থন আমি করি না। দুর্নীতিকে সমর্থন করা আমার জীবনের নেশাও নয়, পেশাও নয়।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, একজন মহিলার কাছ থেকে টাকা উদ্ধার করেছে ইডি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।  এত টাকা কোথা থেকে এলো। "এত টাকা উঠছে আমি জানতাম না। কেউ কখনও বলেনি। সংবাদমাধ্যম এত খবর করে তারাও কখনও খবর করেনি । আমি আগে যদি জানতাম এভাবে টাকা উঠছে তাহলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতাম।" আমি কাউকে অন্যায় করলে ক্ষমা করি না। চোর ডাকাতদের আমি সমর্থন করি না। প্রয়োজনে আমি নিজের ছেলেদের এরেস্ট করিয়েছি। অন্যায়কে কখনও প্রশ্রয় দেইনি।

কলকাতা হাইকোর্ট নির্দেশ এ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিকিৎসার জন্য ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া প্রসঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘আমার লজ্জা লাগছে, বাংলায় এত ভাল ভাল হাসপাতাল থাকতেও পার্থকে ভুবনেশ্বর এমসে নিয়ে যাওয়া হল!   

 মুখ্যমন্ত্রী আরও বলেন, আমার ছবির সঙ্গে টাকার পাহাড়ের ছবি দিয়ে বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দল কুৎসা রটাচ্ছে। কয়েকটি রাজনৈতিক দলের আচরণে আমি দুঃখিত। আমি পুজোয় যাই। অর্গানাইজাররা যদি কাউকে স্টেজে আগে থেকে ডেকে রাখে, তাতে আমি কী করতে পারি। তার মানে আমি পুজো প্যান্ডেলে যাব না? কিন্তু অযথা আমার গায়ে কালি ছেটানো হলে আমি ছেড়ে কথা বলব না। অযথা আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করবেন না । আমার হাতেও আলকাতরা রয়েছে।’’

সোমবার নজরুল মঞ্চে বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মাননা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বললেন,এসএসসি চাকরিপ্রার্থীদের বঞ্চনায় আমি দুঃখিত, ব্যথিত। তাঁদের যে নিয়োগ হয়নি, সেগুলিই শুধু নয়, আমি এই পদের সংখ্যা বাড়িয়ে দিলাম। অর্থাৎ রাজ্যে শিক্ষক নিয়োগের পদ আরও বাড়ল। হয়ত এটাই চাকরিপ্রার্থীদের আন্দোলনের অন্যতম সাফল্য।

Post a Comment

0 Comments