ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত আর কোন কোন প্রভাবশালী ব্যক্তি? উত্তর খুঁজছে ইডি

#Teacher Recruitment Case Update

নিজস্ব প্রতিনিধি , কলকাতা:  শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতারের পর উঠে আসে বিভিন্ন নতুন নতুন তথ্য।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, যদি কেউ অপরাধ করেন তার জন্য তিনি শাস্তি পাবেন দল কোনরকম তার পাশে দাঁড়াবে না। তিনি আরও বলেছেন আমি কখনো অন্যায় করিনি অন্যায়কে প্রশ্রয়ও দেবো না। বিরোধীরা ষড়যন্ত্র করে আমার এবং তৃণমূল দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তিনি এও বলেন আমাকে এবং দলকে যদি কালিমালিপ্ত করা হয়। তাহলে আমিও চুপ করে থাকব না। ওয়াশিং মেশিনের সব পরিষ্কার হলেও আমারও জানা আছে আলকাতরা ছুড়লে ওয়াশিং মেশিনে তা পরিষ্কার হবে না।

শাসক দল এবং বিরোধী দল কাদা ছোড়াছুড়ি করলেও একটা জিনিস পরিষ্কার। শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগের জন্য টাকা নিক বা অন্য কেউ টাকা নিয়ে থাকুক। টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে প্রাথমিক তদন্তে এমনটাই পরিষ্কার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান অনুষ্ঠানে এও বলেছেন বেসরকারি সংস্থাগুলো নিজের পছন্দমত একজন হলেও লোক নিয়োগ করে থাকেন ।সে ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়  নিজের  পছন্দমত যদি নিয়োগ করে থাকেন তাহলে অপরাধ কোথায়? কিন্তু এই বক্তব্যের পর বিরোধিরা প্রশ্ন তুলেছেন বেসরকারি এবং সরকারি নিয়োগের মধ্যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে.। বেসরকারি নিয়োগে তাদের পছন্দমত নিয়োগ করা সম্ভব। কিন্তু সরকারি চাকরিতে সেটা একেবারেই অসম্ভব। সরকারি চাকরিতে নিয়োগের মাপকাঠি হচ্ছে প্রার্থী কতটা ভালো পরীক্ষা দিলেন, তার শিক্ষাগত যোগ্যতা, তার মেধা। এখানে ব্যক্তিগত পছন্দ মতামতের কোন জায়গা নেই।

বিজেপি এবং কংগ্রেস, বাম রাজনৈতিক মতাদর্শে ভিন্ন ভিন্ন হলেও শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে বিরোধীতা করছে সব দল।

পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় কে দশ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ইডি সূত্রে খবর অর্পিতা মুখোপাধ্যায় তদন্তে সহযোগিতা করলেও পার্থ চট্টোপাধ্যায় তদন্তের সহযোগিতা করছেন না। বিরোধীদের প্রশ্ন যদি শিক্ষক নিয়োগ এর ঘটনায় দুর্নীতি না হয়ে থাকে তাহলে তদন্তকারী অফিসারদের তদন্তে সহযোগিতা করতে পার্থ চট্টোপাধ্যায়ের অসুবিধা কোথায়?

অর্পিতা মুখোপাধ্যায় সহ বেশ কিছু নাম এই মুহূর্তে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে ২১ লক্ষ ৭০ হাজার টাকা নগদ উদ্ধার হয়েছে।। এছাড়াও মোনালিসা সহ অনেকগুলো নাম এই মুহূর্তে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের নামে এবং বেনামে আরো বহু সম্পত্তি রয়েছে বলে বক্তব্য এই নেটিজেনদের।

বিরোধীরা এবং দীর্ঘদিন আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের বক্তব্য তারা এতদিন যে অভিযোগ করেছিলেন তার সত্যতা ইতিমধ্যেই মিলেছে। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। নিয়োগ এর ক্ষেত্রে যোগ্য প্রার্থীর চাকরি হয়নি টাকার বিনিময় চাকরি হয়েছে এই অভিযোগ তারা আগেও করেছিলেন। টাকার বিনিময় চাকরি বিক্রি হয়েছে এমন অভিযোগের সত্যতা মিলেছে বলে আন্দোলনকারীদের দাবি।

পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় কে, মুখোমুখি জিজ্ঞাসা করতে চায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ইডি মনে করে মুখোমুখি জেরা করলে আরও অনেক নতুন তথ্য উঠে আসবে। নিয়োগ সংক্রান্ত দুর্নীতির সঙ্গে আরও অনেক মাথা জড়িত আছে বলে ইডির ধারনা। তাই তদন্ত যত এগোবে ততই পরিষ্কার হবে শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত আর কোন কোন ব্যক্তি ।

Post a Comment

0 Comments