ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

ফের অর্পিতার বেলঘরিয়ার ফ্লাটে ২০ কোটি টাকা উদ্ধার ইডির

 

Money recovered from Arpita's flat

নিজস্ব প্রতিনিধি : টালিগঞ্জের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের পর এবার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটেও মিলল নগদ ২০ কোটি টাকা উদ্ধার ইডির। প্রায় ২ কোটি টাকা মূল্যে সোনা সোনাও উদ্ধার করেছে ইডি ।

বেলঘরিয়ার রথ তলায় অর্পিতার ফ্লাটে নতুন করে টাকার হদিস পেল ইডি।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় এই মুহূর্তে দশ দিনের ইডি হেফাজতে রয়েছে। ইডি সূত্রে খবর অর্পিতা মুখোপাধ্যায় তদন্তে সহযোগিতা করছেন। তিনি বেশ কিছু তথ্য ইতিমধ্যেই ইডিকে দিয়েছেন।

আজ সকাল থেকেই ইডির তদন্তকারী দল চারটি জায়গায় তদন্ত চালাচ্ছিলেন। বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটে ইডির তদন্তকারী অফিসাররা ঢুকলেও। অর্পিতার রুমের চাবি খুঁজে না পাওয়ায় দরজা ভেঙে ইডির তদন্তকারী অফিসাররা ঘরে প্রবেশ করে। দুটি ওয়ারড্রব ভাঙ্গার পরে বিশাল টাকার দেখতে পায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসাররা।

সূত্রের খবর টাকা গোনার জন্য ব্যাংক কর্মীদের আনা হচ্ছে ওই ফ্ল্যাটে। আনা হচ্ছে টাকা গোনার মেশিন।ইতিমধ্যে চারটি টাকা গোনার মেশিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে।

অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের বাড়ি থেকে ইতিপূর্বে ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি।

ইডির সন্দেহ আরও বিভিন্ন জায়গায় অর্পিতার গোপন সম্পত্তি রয়েছে। যার কারনে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।

নতুন করে এই টাকার হদিশ পাওয়ায় ইডির এটি বড় সফলতা। ইডির তদন্তে আরও একধাপ এগিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।


Post a Comment

0 Comments