ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

শ্রীলঙ্কায় নিত্য প্রয়োজনীয় জিনিসের অগ্নি মূল্য , আলু প্রতিকেজি ৪৩০, ডাল ৬২০

 


নিজস্ব প্রতিনিধি : (Srilanka)  স্রেফ নুন ভাতের জোগার করতেই হিমসীম খেতে হচ্ছে  শ্রীলঙ্কাবাসীকে । কেজি প্রতি আলুর দাম ৪৩০ টাকা  । ডাল কেজি প্রতি ৬২০ টাকা। ১ কিলো চিনি বিক্রি হচ্ছে ৩৪০ টাকায়। আর ১ কিলো চালের দাম ২২০ টাকা। শাক সবজি, ফল মূল বাজার থেকে উধাও। কারন আক্ষরিক অর্থেই নুন আনতে পান্তা ফুরানো লঙ্কাবাসীর শাক সবজি. ফল মূল. মাছ কেনার সাধ্য নেই। এরই মধ্যে আগামী 20 জুলাই দ্বীপরাষ্ট্রে হতে চলেছে প্রেসিডেন্ট নির্বাচন। 

  আন্তর্জাতিক বাজারে শ্রীলঙ্কা টাকার দর প্রতিনিয়ত হু হু করে পড়ছে। ফলে দ্বীপ রাষ্ট্রে মুদ্রা স্ফিতির হার সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে তো বটেই দেশের মধ্যেও  শ্রীলঙ্কা রুপি বাতিল কাগজে পরিনত হয়ে উঠেছে। স্রেফ নুন ভাতের জোগার করতেই হিমসীম খেতে হচ্ছে  শ্রীলঙ্কাবাসীকে । দ্বীপরাষ্ট্রে  আলুর দাম ৪৩০ টাকা  । ২০১৯ সালের তুলনায় ডালের দাম বেড়েছে ৪১৭ শতাংশেরও বেশি।১ কিলো ডালের দাম ৬২০ টাকা। ১ কিলো চিনি বিক্রি হচ্ছে ৪৩০ টাকায়। আর ১ কিলো চালের দাম ২২০ টাকা। শাক সবজি, ফল মূল বাজার থেকে উধাও। কারন আক্ষরিক অর্থেই নুন আনতে পান্তা ফোরানো লঙ্কাবাসীর শাক সবজি. ফল মূল. মাছ কেনার সাধ্য নেই।  পিঠ বাঁচাতে ইতিমধ্যেই মালদ্বীপ, সিঙ্গাপুর হয়ে সৌদি আরবে পালিয়েছেন পদত্যাগি প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে। বিদেশে পালানোর পরই মেল মারফত গতকাল পদত্যাগ করেন তিনি। তার পদত্যাগ পত্র গ্রহন করেন স্পিকার। পদত্যাগ পত্রে গোতাবায়া লিখেছেন সাধ্য মতো দেশের সেবা করেছি। সুযোগ পেলে ভবিষ্যতেও করবো।

 এদিকে গোতাবায়ার বিদেশে পালানোর পর তার ভাই প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে ও আরেক ভাই প্রাক্তন অর্থমন্ত্রী বাসিলের উপর দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে শ্রীলঙ্কার শীর্ষ আদালত। 

এদিকে অশান্তি এড়াতে দ্বীপ রাষ্ট্রে কার্ফিউর সময় সীমা বাড়িয়েছে প্রশাসন। জনতাকে শান্ত থাকতে ও সম্পত্তি ভাঙচুর না করতে আর্জি জানিয়েছেন অন্তরবর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে। দেশের অর্থনীতির সার্থে প্রবাসী লঙ্কাবাসীর কাছে বৈদেশিক মুদ্রা দেশে পাঠাতে আবেদন জানিয়েছে দেশের শীর্ষ ব্যাঙ্ক। সেই আবেদনে সাড়া দিয়ে বহু প্রবাসী শ্রীলঙ্কা নাগরিক ডলার, পাউন্ড, ইউরো দেশে পাঠাচ্ছেনও। এরই মধ্যে আগামী 20 জুলাই দ্বীপরাষ্ট্রে হতে চলেছে প্রেসিডেন্ট নির্বাচন। নতুন প্রেসিডেন্ট যেই হোন না কেন, তার সামনে রাস্তা যে কুসুমাস্তীর্ণ নয় বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরাই ।

Post a Comment

0 Comments