নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ সরকারের বাণিজ্য কর দপ্তরের অফিসার্স এসোসিয়েসন সিটিডিওএ র নির্বাচন হয়ে গেল। সদস্য রা ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন কার্যকরী সমিতি গঠন করলেন। এই নির্বাচনে অংশগ্রহন করার জন্য সদস্য দের মধ্যে বিপুল উৎসাহ ছিল।
পনেরই জুলাই কমার্শিয়াল ট্যাক্স ডাইরেক্টরেট অফিসার্স এসোসিয়েশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল । সদস্য দের ভোটে জিতে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শ্রী শৌভিক চৌধুরী ,। ভাইস প্রেসিডেন্ট হলেন শ্ৰীমতি চন্দনা মিত্র । সেক্রেটারি নির্বাচিত হলেন শ্ৰী নাসকিন বক্স। এবং ষোলজন প্রতিনিধি । এই এসোসিয়েশনের সদস্যরা সব WBCS পরীক্ষার এ গ্রুপে সম্মানে র সঙ্গে উত্তীর্ণ । করোনা আবহে এঁদের নিরলস পরিশ্রমে রাজস্ব ( GST) আয়ে পশ্চিমবঙ্গ দেশের শীর্ষস্থানীয়। । স্বভাবতই এই অফিসারদের আশা আকাঙ্খার পুঞ্জীভূত স্বপ্ন এই এসোসিয়েশনের মাধ্যমে তারা জানাবে সরকার কে।
0 Comments