Why is Arjun's son Pawan at the Ganga Ghat?
নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগনা : অবশেষে দেখা মিললো সাংসদ অর্জুন সিং পুত্র বিধায়ক পবন সিং এর । শ্রাবন মাস উপলক্ষ্যে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে গঙ্গার বিভিন্ন ঘাট পরিষ্কার করার কর্মসূচী নেওয়া হয়েছে । সেই কর্মসূচি অনুযায়ী ভাটপাড়ার গঙ্গার ঘাটগুলি নিজে হাতে পরিষ্কার করতে দেখা গেলো বিধায়ক পবন সিংকে ।
তিনি ঘাস ফুলে না পদ্ম শিবিরে তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতুহল তীব্র। কিন্তু রবিবার সাত সকালে উত্তর 24 পরগনার ভাটপাড়ায় গঙ্গার ঘাটে দেখা মিলল সাংসদ অর্জুন পুত্র পবন সিং এর । বিজেপির কর্মীদের নিয়ে ভাটপাড়ার বিধায়ক হাজির হন গঙ্গার ঘাটে। তারপর নিজেই ঘাট পরিষ্কারের কাজে হাত লাগান তিনি।
খাতায় কলমে এখনো বিজেপিতেই আছেন অর্জুন পুত্র পবন সিং। রাজনৈতিক মহলে কানা ঘুষো ২১ জুলাই তৃণমূল যোগ দেবার কথা ছিল তার। কিন্তু ঘাস ফুল শেষ মুহুর্তে তাকে না নেওয়ায় তিনি এখনও বিজেপির বিধায়ক ।তবে নিন্দুকেরা বলছেন পার্থ চট্টোপধ্যায় ইডির হাতে গ্রেফতারের পর ফের ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরের সঙ্গে ঘণীষ্ঠতা বাড়াতে মরিয়া পবন{ তাই তার এমন সমাজ সেবা । পবন সিং গঙ্গায় ডুব দিয়েছেন কিনা আমাদের জানা নেই, তবে গঙ্গার ঘাট পরিষ্কারে যে হাত লাগিয়েছেন তা তো দেখতেই পাচ্ছেন।
0 Comments