ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

কেন্দ্রের বুলডোজার রাজের অবসান ঘটাতে রাজপথে আইনজীবী সংগঠন

মিথ্যা মামলায় বন্দি সমাজকর্মী ও রাজনৈতিক কর্মীদের মুক্তির দাবিতে AILAJ ও PUCL-এর প্রতিবাদ সভা

বিশ্বরূপ দে  :  তিস্তা শেতলবাদ সহ দেশের প্রতিটা রাজ্যে মিথ্যা মামলায় বন্দি প্রত্যেক সমাজকর্মী ও রাজনৈতিক কর্মীদের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে ২২শে জুলাই'২২ শুক্রবার AILAJ ও PUCL-এর ডাকে যাদবপুরে (৮বি বাসস্ট্যান্ড) এক প্রতিবাদ সভা সংঘটিত হতে চলেছে । উক্ত সভায় উপস্থিত থাকছেন, ডাঃ বিনায়ক সেন, মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, বুদ্ধিজীবী বোলান গঙ্গোপাধ্যায় সহ অল ইন্ডিয়া লয়েআর্স এসোসিয়েশন ফর জাস্টিসের বিশিষ্ট আইনজীবীগণ ।

  এবিষয়ে বুধবার এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে ALL INDIA LAWYERS ASSOCIATION FOR JUSTICE (AILAJ)। উক্ত বিজ্ঞপ্তিতে সংগঠনের রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্য বলেন,"২০০২ সালে গুজরাটের গণহত্যার সুবিচার প্রার্থনা করার 'অপরাধে' সমাজকর্মী তথা বিশিষ্ট আইনজীবী তিস্তা শেতলবাদকে মিথ্যা মামলায় গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেওয়া হলো । অন্যদিকে, ২০০৯ সালে ছত্তিশগড়ে ১৭জন আদিবাসীকে পুলিশি এনকাউন্টারের নামে হত্যার বিরুদ্ধে, নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন গান্ধীবাদী সমাজকর্মী হিমাংশু কুমার । তার আবেদন শুধু খারিজই করা হয়নি, উপরন্তু পাঁচ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে । এই দুই ক্ষেত্রেই যে ভয়ঙ্করতা লক্ষ্যনীয়, তা হলো - রায় দানের সময় জানিয়ে দেওয়া হয় যে এই দুজনের বিরুদ্ধেই রাজ্য প্রশাসন ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করতে পারবে । যার ভিত্তিতে রায় দানের পরের দিনই গুজরাটের পুলিশ মুম্বাই গিয়ে তিস্তা শেতলবাদকে গ্রেফতার করে এবং মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে জেলে পাঠিয়ে দেয় । এর পাশাপাশি, কেবলমাত্র "সাংবাদিকতার মাধ্যমে সত্য উদ্ঘাটনের অপরাধে" সম্প্রতি মহম্মদ জুবেরকে গ্রেপ্তার করে হাজতে ফেলে রাখা হয়েছে । এমনকি তাঁর সংবাদ সংস্থাকেও এখন টার্গেট করা হচ্ছে বিদেশি ফাণ্ডের ষড়যন্ত্র সম্পর্কিত তকমা দিয়ে । অন্যদিকে নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটকার সহ অন‍্যান‍্য নেতৃত্বের বিরুদ্ধে প্রতিহিংসামূলক এফআইআর দায়ের করে বলা হচ্ছে যে তাঁরা নাকি নিজেদের তহবিল তছরুপ করে দেশবিরোধী কার্যকলাপে খরচ করেছে !"

  এইরকম একটা পরিস্থিতিতে দেশের সংবিধানের মর্যাদা ও গণতন্ত্র লুণ্ঠনকারী বুলডোজার রাজের অবসান ঘটানো অত্যন্ত জরুরি বলে মনে করছে দেশের বিরোধী রাজনৈতিক শিবির, মানবাধিকার এবং সমাজকর্মীদের একটা বড় অংশ । 

  এপ্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়,"হিমাংশু কুমারের উপর থেকে জরিমানা প্রত্যাহার ও তিস্তা শেতলবাদ সহ প্রতিটি রাজ্যে মিথ্যা মামলায় বন্দী সমাজকর্মী, রাজনৈতিক কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে"।

  এই দাবিতেই AILAJ এবং PUCL এর পক্ষ থেকে আগামী ২২শে জুলাই ২০২২, যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের সন্নিকটে বিকেল ৫:৩০ মিনিটে এক প্রতিবাদ সভা আয়োজিত হতে চলেছে ।

  ওই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডাঃ বিনায়ক সেন, মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, বুদ্ধিজীবী বোলান গঙ্গোপাধ্যায়, প্রখ্যাত আইনজীবী 'সোশ্যাল জাস্টিস' পত্রিকার প্রধান সম্পাদক মাননীয় সুজয় ভট্টাচার্য । এছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট আইনজীবী অভিজিৎ দত্ত, অমিতাভ সেনগুপ্ত, পার্থ ব্যানার্জি, লিটন ভাদুড়ি, পার্থ ভদ্র, সুপ্রীয় রায়চৌধুরী, মালা সেনচৌধুরী, শৈবাল মুখার্জি , প্রাক্তন বিচারক মাননীয় শ্রী তপন দাস, অম্লান ভট্টাচার্য, অমলেন্দু ভূষণ চৌধুরী প্রমুখ ব্যক্তিবর্গ ।

Post a Comment

0 Comments