পুলিশি বর্বরতার প্রতিবাদে রাস্তায় নামার হুঁশিয়ারি দিলেন বিধায়ক
বিশ্বরূপ দে : ২৬শে জুন'২২ রাতে পুলিশি বর্বরতার শিকার হয়ে মৃত্যু হয় মালদা জেলার কালিয়াচক থানা অন্তর্গত বালিয়াডাঙ্গার স্কুল ছাত্র মহিম আখতারের । গতকাল অর্থাৎ ৫ই জুলাই মৃত ছাত্রের বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ান ভাঙরের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী ।
প্রসঙ্গত উল্লেখ, ওইদিন রাতে ৩৪নং জাতীয় সড়ক দিয়ে মোটরবাইক চেপে বাড়ি ফেরার সময়, নবম শ্রেণীর ছাত্র মহিমকে আটকিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চায় কর্তব্যরত পুলিশ । গাড়ির প্রয়োজনীয় কাগজ ঠিক থাকা সত্বেও টাকা পয়সা চেয়ে মহিমকে অকারণ গালিগালাজ করে পুলিশ । সে প্রতিবাদ করলে পুলিশ তাকে মারতে উদ্ধত হয় এবং ধাক্কাধাক্কি করে । পুলিশের ধাক্কায় মহিম ছিটকে পরে রাস্তার ওপর । আর ঠিক ওই সময় জাতীয় সড়ক দিয়ে দুরন্ত গতিতে ছুটে আসা একটি দূরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয় সে । বাবা শরীফ শেখ ও মা উনজিলা বেগমের চোখের সামনেই ঘটে এই মর্মান্তিক ঘটনা । কারণ তারা ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় রাস্তার ধারেই দাঁড়িয়েছিলেন । পুলিশের ধাক্কায় মহিমের দেহ বাসের তলায় পরে রক্তাক্ত হওয়ার পর কর্তব্যরত পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা তো দূর, উল্টে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় । অদূরে দাঁড়িয়ে থাকা মহিমের বাবা-মা প্রতিবেশীদের ডেকে ছেলের রক্তাক্ত শরীর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ।
এই ঘটনার জেরে কর্তব্যরত পুলিশ আধিকারিক তানভীর হাবিব ও দুই সিভিক পুলিশকে সাময়িক ভাবে বরখাস্ত করা হলেও, পুলিশের এই চরম অমানবিক অত্যাচার ও খুনের বিরুদ্ধে অভিযোগ করেন মৃত ছাত্রের মা উনজিলা বেগম । পরিবারের অভিযোগ, পুলিশ প্রথমে এফআইআর নিতে অস্বীকার করে, কিন্তু পরে প্রতিবেশীদের চাপে এফআইআর নিলেও দোষী পুলিশদের বাঁচানোর জন্য লঘু ধারা প্রয়াগ করা হয় ।
এবিষয়ে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী বুধবার ৬ই জুলাই এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছেন,"পুলিশের পক্ষ থেকে ছাত্র খুনের এই মর্মান্তিক ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ঠিক যেভাবে আনিস খান খুনের ঘটনায় হত্যাকারীদের বাঁচাতে চাইছে রাজ্য সরকার । মহিম আখতারের ঘটনা আনিস খান হত্যাকাণ্ডেরই পুনরাবৃত্তি"।
পুলিশের এই চরম অপরাধজনক আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন আইএসএফ বিধায়ক । প্রয়োজনে এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিরোধ প্রদর্শন করা হবে বলে সাফ হুঁশিয়ারি দিয়েছেন নওসাদ সিদ্দিকী ।
0 Comments