ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

বচসায় জড়ালেন মদন মিত্র ও মোহম্মদ সেলিম

Madan Mitra Salim Quarrel

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগনা : শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সরগরম রাজ্য রাজনীতি। মন্ত্রীত্ব হারিয়েছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল।পার্থ আপাতত ইডির হেপাজতে। দফায় দফায় চলছে জেরা, খোঁজ মিলছে বিপুল সম্পত্তি নগত টাকা, গয়না, ফ্যাট , বাড়ি, বাংলো এবং ঘনিষ্ট বান্ধবীদের। এরই মাঝে, সিপিএমের মিছিল ঘিরে উত্তেজনা। উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার রথতলার ঘটনা। বৃহস্পতিবার রাতে সিপিএমের চোর ধরো জেল ভরো মিছিলকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সাধারণ কর্মী নয়, বচসায় জড়িয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে সিপিএম এবং তৃণমূল।সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, তাদের মিছিলের ওপর হামলা চলায় মদন মিত্র ও তার দল বল। 

সুত্রের খবর পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনা এবং শিক্ষার দুর্নীতির অভিযোগে সিপিএম মিছিল করছিল।  সেই সময় নাকি মদন মিত্র এসে বলেন, পার্থ চট্টোপাধ্যায় ছাড়া তৃণমূলের অন্য কোনও নেতার নামে কিছু না বলতে, তা নিয়ে বচসা শুরু হয়ে যায় বলে অভিযোগ।  মদন মিত্রর উপর হামলার অভিযোগ করেছে তৃণমূল।পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন খোদ তৃণমূল বিধায়ক। সিপিএমকে আড়াল করার মতো অভিযোগও তোলেন খোদ শাসক দলের বিধায়ক।

 কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র আরও বলেন, খুব নোংরা ভাষায় তাকে ও তাদের দলীয় নেতা নেত্রীদের। তার দাবী মিছিলের বডি ল্যাঙ্গোয়েজও মারমুখী।  ৩৪ বছরের যত খুনি-ক্রিমিনাল, সবাই ছিল মিছিলে।  

তৃণমূলের বিরুদ্ধে দুষ্কৃতী দিয়ে মিছিল আটকানোর চেষ্টার অভিযোগ তুলেছে সিপিএম। স্থানীয় সিপিএম নেতা সায়নদীপ মিত্র বলেন, বিধায়ক মদন মিত্র সমাজবিরোধী সঙ্গে নিয়ে এসে মিছিল বানচাল করতে চেয়েছিলেন।  ঝামেলা করতে চেয়েছিলেন। প্ররোচনা দিচ্ছিলেন। কিন্তু, মিছিলের মেজাজ, চেহারা, জমায়েত দেখে সেই সাহস আর হয়নি।

 ঘটনাকে নিয়ে বেলঘড়িয়া থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস।


Post a Comment

0 Comments