ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে রাজ্যজুড়ে বামেদের বিক্ষোভ

 গান্ধীমূর্তির পাদদেশে চলমান এসএসসির ধর্ণামঞ্চে সিপিআই

বিশ্বরূপ দে :  তৃণমূলের পাহারপ্রমান দুর্নীতির বিরুদ্ধে এবং দলের দুর্নীতিবাজ ও তোলাবাজদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে রাজ্যজুড়ে অব্যাহত বামেদের প্রতিবাদ ও বিক্ষোভ । 

  ২৩শে জুলাই শনিবার সিপিআই-এর কলকাতা জেলা সম্পাদক কমরেড প্রবীর দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে চলমান এসএসসির ধর্ণামঞ্চে উপস্থিত হয়ে তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানান । আন্দোলনকারীদের সমর্থনে ধর্ণামঞ্চে বক্তব্য রাখার পাশাপাশি, এসএসসির দুর্নীতির সাথে যুক্ত সকলকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিপিআইয়ের কলকাতা জেলার নেতৃবৃন্দ ।

  অন্যদিকে এদিন সিপিআই (এমএল) লিবারেশনের যুব সংগঠন RYA ও AIARLA-এর পক্ষ থেকে মন্তেশ্বরের কাইগ্রাম বাজারে সরকারি নিয়োগে দুর্নীতি ও ১০০ দিনের কাজ নিয়ে লাগামছাড়া দুর্নীতি, দলবাজি, স্বজনপোষণ এবং তোলাবাজির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয় । উপস্থিত ছিলেন লিবারেশনের রাজ্য কমিটির সদস্য কমরেড সজল পাল, আনসারুল আমান মন্ডল, নিলাশীষ বসু এবং মন্তেশ্বরের লোকাল কমিটির সদস্য কমরেড বাপি দাস, ভুরাই খান সহ অন্যান্য কর্মীরা । 

  এর পাশাপাশি, এসএসসি, প্রাথমিক টেট ও গ্রূপ-ডি পদে নিয়োগে দুর্নীতির নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সমস্ত শূন্যপদে অবিলম্বে নিয়োগের দাবিতে হুগলির ধনেখালিতে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে বামেরা ।

Post a Comment

0 Comments