মুখ্যমন্ত্রী টাকা বিলোবার গল্প শোনায়, আর প্রধানমন্ত্রী ক্যাশলেশ ইকোনমির বাণী আওড়ায়: মহঃ সেলিম
বিশ্বরূপ দে : এসএসসি, প্রাথমিক টেট এবং গ্রুপ-ডি পদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে নিরপেক্ষ ও শাসকদলের প্রভাবমুক্ত অবাধ তদন্তের স্বার্থে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং মন্ত্রী পরেশ অধিকারী সহ শিক্ষা দফতরের অন্যান্য সমস্ত অভিযুক্ত আমলাদের অবিলম্বে বরখাস্ত করার দাবি জানিয়েছে সিপিআই (এমএল) লিবারেশন ।
শনিবার (২৭/২২) এপ্রসঙ্গে দলের পক্ষ থেকে এক প্রেস বিবৃতি জারি করেন লিবারেশনের রাজ্য সম্পাদক কমরেড অভিজিৎ মজুমদার ।
উক্ত বিবৃতিতে তিনি বলেন,"রাজ্যে হাইকোর্ট নির্দেশিত এসএসসি দুর্নীতির তদন্তের সূত্রে গতকাল (২২শে জুলাই) এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্তকারী দল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্যের বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি সহ মোট ১৭টি জায়গায় তল্লাশি চালায় । ইডি সূত্রে জানা যায় জনৈকা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে তাঁর আয়ের সঙ্গে সংগতিহীন ২১ কোটি বা ততোধিক টাকা উদ্ধার হয়েছে ।
গতকাল পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি অভিযুক্তদেরও ঘন্টার পর ঘন্টা জেরা করে ইডি এবং আজ সকালে তৃণমূল হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে । প্রসঙ্গত উল্লেখ, সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্র ও যুব সংগঠন আইসা ও আরওয়াই-এর পক্ষ থেকে শিক্ষক চাকুরী প্রার্থীদের ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলনের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়া চলেছে । এমনকি মিছিল ও সভা করার অনুমতি বাতিল করে তৃণমূল প্রভাবিত রাজ্য পুলিশের হাতে উপর্যুপরি হেনস্থা ও গ্রেপ্তার হতে হয়েছে । ইতিপূর্বে সিপিআই (এমএল) লিবারেশনের রাজ্য দপ্তর থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি পেশ করে জোরালো ভাষায় নিয়োগ দুর্নীতির অবসান ঘটানো ও যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ পত্র দেওয়ার জন্য ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহন ও তাকে কার্যকরী করার দাবি জানানো হয় । কিন্তু মুখ্যমন্ত্রী এই ন্যায্য দাবিগুলিকে সম্পূর্ণ উপেক্ষা করেছেন এবং তাঁর ক্যাবিনেট সদস্যদের পাহাড়প্রমাণ দুর্নীতি আড়াল করতে সচেষ্ট থেকেছেন । তৃণমূলের রাজত্ব ব্যাপক দুর্নীতি, তোলাবাজি ও সন্ত্রাসী অপশাসনের প্রতীক হয়ে উঠেছে । এসএসসি সহ সমস্ত নিয়োগ দুর্নীতির কার্যকরী তদন্ত ও তদন্ত সাপেক্ষে দোষী প্রমানিত মন্ত্রী-আধিকারিকদের কঠোর শাস্তিদানের প্রক্রিয়াকে অবাধ ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে আমরা পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী সহ তৃণমূল নেতা, মন্ত্রী ও সমস্ত অভিযুক্ত আধিকারিকদের অবিলম্বে বরখাস্ত করার দাবি জানাই"।
অন্যদিকে, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, সে প্রসঙ্গে সিপিআইএমের পলিটব্যুরো সদস্য কমরেড মহঃ সেলিম বলেছেন,"যে টাকা উদ্ধার হয়েছে, তা হিমশৈলের চূড়ামাত্র । যথেষ্ট সময় অতিবাহিত করার পর, অজস্র টাকা দেশে-বিদেশে পাচার হওয়ার পরেও, হাত দিতেই এই পরিমান টাকা পাওয়া যাচ্ছে । এই টাকা আসলে লুঠের টাকা, তোলাবাজি সহ অসহায় চাকুরি প্রার্থীদের থেকে মোটা ঘুষ নেওয়ার টাকা । রাজ্যের মুখ্যমন্ত্রী টাকা বিলোবার গল্প শোনান, আর অপরদিকে দেশের প্রধানমন্ত্রী "ক্যাশলেশ ইকোনমি"র বাণী আওড়াচ্ছেন । অন্যদিকে সেই নগদ টাকার পাহাড়ের ছবিতে তৃণমূলের দুর্নীতির হাত ধরে ফুটে উঠছে এই রাজ্য"।
0 Comments