Left-wing intellectuals are taking to the streets over teacher corruption
নিজস্ব প্রতিনিধি , কলকাতা : এবার নিয়োগ দুর্নীতির প্রতিবাদে পথে নামছেন বামপন্থী বুদ্ধিজীবীরা। আগামী সোমবার বিকেল ৩টের সময় ভিক্টোরিয়া হাউস থেকে শুরু হবে মিছিল আর শেষ হবে গান্ধী মূর্তির পাদদেশে । দল মত নির্বিশেষে সমস্ত মানুষকে মিছিলে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য ।
কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন বামপন্থী বুদ্ধিজীবিরা। শনিবার বিকেলে সেই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন বিশিষ্ট আইনজীবি বিকাশ ভট্টাচার্য, শিক্ষাবিদ পবিত্র সরকার, চিত্র পরিচালক অনীক দত্ত সহ আরও অনেকে।
এদিন সাংবাদিক সম্মেলন করে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের কাছে দ্রুত ব্যাবস্থা নেবার আবেদন জানালেন বামপন্থী বিদ্যজনেরা। এদিন শিক্ষক নিয়োগে দুর্নীতির যে ভয়াবহ চিত্র উঠে এসেছে তা উদ্বেগজনক বলে লিখিত বিবৃতিতে জানান তারা । বিবৃতিতে সাক্ষর করেন বিকাশ ভট্টাচার্য, পবিত্র সরকার, অনুনয় চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, কমলেশ্বর মুখার্জি, বিমল চক্রবর্তী, ডাঃ ফুয়াদ হালিম, সুপ্রিয় দত্ত, শুভেন্দু মাইতি, দেবজ্যোতি মিশ্র, চন্দন সেন, মালিনী ভট্টাচার্য, বাদশা মৈত্র, অনীক দত্ত, কল্যান সেন বরাট, শুভঙ্কর চক্রবর্তী, অসিত বসু, অনিন্দিতা সর্বাধিকারী সহ আরো অনেকে।
পাশাপাশি দোষী নেতা-মন্ত্রীদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানান তারা। এদিন সাংবাদিকদের প্রশ্নে উত্তেজিত হয়ে পড়েন চিত্র পরিচালক অনীক দত্ত। সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পরেন তিনি।
0 Comments