Kunal Ghosh on partha chattopadhyay
নিজস্ব প্রতিনিধি , কলকাতা : প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের বিস্ফোরক ট্যুইট । দুলাল ঘোষ টুইটে লিখেছেন, "অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায় কে বহিষ্কার করা উচিত দল থেকে। এবং মন্ত্রিত্ব থেকে তাকে সরানো উচিত। আমার এই বক্তব্য যদি ভুল হয় তাহলে দল আমার বিরুদ্ধে সব রকম ব্যবস্থা নিতে পারে। আমি সর্বভারতীয় তৃণমূল করেন কংগ্রেসের একজন সৈনিক হয়ে থাকবো।"
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরে সমস্ত বিরোধী রাজনৈতিক দল একযোগে পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবি করেছেন। এর সঙ্গে নতুন যোগ হল কুনাল ঘোষের পার্থ চট্টোপাধ্যায় কে অপসারণ এর টুইট।
ঘোষের এই টুইট ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় কে আড়াল করতে চাইলেও কুনাল ঘোষের এই মন্তব্য কেন?
কুনাল ঘোষ অর্পিতার বেলঘরিয়ার বাড়ি থেকে নতুন করে কুড়ি কোটি টাকা উদ্ধার হওয়ার পরে মন্তব্য করেছিলেন এই ঘটনাকে আড়াল করার কোন যৌক্তিকতা নেই। আমি পার্থ চট্টোপাধ্যায়কে কোনরকম আড়াল করার চেষ্টা করব না। যদি কেউ অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিত। তদন্ত চলছে, তদন্তের পরে পরিষ্কার হবে কার টাকা কোথা থেকে টাকা এসেছিল।
অপরদিকে কুনাল ঘোষের পার্থ চট্টোপাধ্যায় কে নিয়ে এই ধরনের মন্তব্য ঘিরে তৃণমূলের সমালোচনার সমালোচনার ঝড়।
কুনাল ঘোষ আরও বলেন, পার্থ চট্টোপাধ্যায় বহুবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন গ্রেপ্তার হওয়ার পরে। একবারও পার্থ চট্টোপাধ্যায় নিজেকে নির্দোষ বলে দাবি করেন নি।
তৃণমূলের বেশ কয়েকজন নেতৃত্বের বক্তব্য কোন ব্যক্তি যদি কেউ দোষ করে থাকে তার জন্য দল দায়ী নয়। মানুষকে এই মুহূর্তে তৃণমূলের জানানো উচিত পার্থ চট্টোপাধ্যায় অপরাধ করেছেন বলে পার্থ চট্টোপাধ্যায়ের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এই টুইট করার পরে কিছুক্ষনের মধ্যেই প্রথম দুইটি মুছে দেন কুনাল ঘোষ। এবং একটি টুইট করে লেখেন প্রথম টুইটটিতে আমার ব্যক্তিগত মতামত জানিয়েছিলাম। আজ বিকেলে তৃণমূলের শৃঙ্খলা কমিটির বৈঠক হবে। এই বৈঠকের আহ্বান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাকেও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
0 Comments