Partha Arpita is not willing to take ownership of the recovered money of ED
নিজস্ব প্রতিনিধি কলকাতা: একদিকে হন্যে হয়ে টাকার পিছনে ছুটছে মানুষ। প্রতিদিন দুমুঠো খাবার জন্য গায়ের রক্ত জল করে মাথার ঘাম পায়ে ফেলে দুটো পয়সা রোজগার করতে যখন ব্যস্ত। কলকাতা শহরের এমন চিত্র হামেশাই চোখে পড়ে। অন্যদিকে কোটি কোটি টাকার মালিক হতে নারাজ সবাই। প্রশ্ন ওঠে তাহলে এই টাকা আসল না নকল? বাস্তব চিত্রটা এরকম টাকা আসল, কিন্তু টাকার মালিক নিখোঁজ ? অর্পিতা মুখোপাধ্যায়ের দুটো ফ্লাট থেকে ৫০ কোটি টাকারও বেশি উদ্ধার হয়েছে। এছাড়া উদ্ধার হয়েছে দলিলপত্র নথিপত্র সোনার গহনা আরো অনেক কিছু। কিন্তু অর্পিতা বলছেন ওই সম্পত্তি তার নয়। দায় নিতে নারাজ পার্থ-অর্পিতা থেকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার জোকা ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জিকে রুটিন স্বাস্থ্য পরীক্ষা করাতে আনা হয়। সেখানেই পার্থর দাবি আমার কোন টাকা নেই, সবটাই ষড়যন্ত্র।
ঘণীষ্ঠ বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়, কিন্তু তার দাবিদার হতে ঘোর অনিহা সদ্য সাসপেন্ড হওয়া শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যেয়ের। তৃণমূলের সাসপেন্ড হওয়া মহাসচিব আগেও অপা’র ধন সম্পত্তি তার নয় বলে জানিয়ে ছিলেন। রবিবার সকালে জোকা ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জিকে রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য আনে ইডি। সেখানেই অপেক্ষারত সাংবাদিকদের পার্থর দাবি আমার কোন টাকা নেই, সবটাই ষড়যন্ত্র। কিন্তু কে করল এমন ষড়যন্ত্র ? প্রাক্তণ শিক্ষামন্ত্রীর সংক্ষিপ্ত উত্তর সময় এলে সব জানতে পারবেন।
যা শুনে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া ওর টাকা নয়, তা এতদিন বলেন নি কেন ? পার্থ বান্ধবী অর্পিতা মুখার্জিও আগে বার বার দাবি করেছেন উদ্ধার হওয়া টাকার পাহাড় তার নয়। তাহলে টাকা কার ? রসিক নেট নাগরিকরা বলছেন ঠেলায় পড়ে এখন রামকৃষ্ণ দেবের টাকা মাটি, মাটি টাকা আউড়াচ্ছেন পার্থ। ফেস বুকে আবার কারো সরস পরামর্শ ধরা পড়ার আগে যদি আমাদের টাকাটা দিয়ে যেতেন, তাহলে এই বয়সে পার্থ বাবুকে আর জেলের ভাত খেতে হতো না।
0 Comments