ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

রান্নার গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে সিপিআইয়ের বিক্ষোভ

 ছাত্রযুবদের নবান্ন অভিযানে আবারও লাঠিচার্জ, আহত বহু

বিশ্বরূপ দে : পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (০৭/০৭/২২) সিপিআই (এমএল) লিবারেশনের যুব সংগঠন বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন (RYA) ও ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন (AISA)-এর পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় । গণতান্ত্রিক পদ্ধতিতে অভিযানের স্বপক্ষে মৌলালীর রামলীলা ময়দানে সমবেত হয় শতাধিক ছাত্রযুব । পশ্চিমবঙ্গে আকাশছোঁয়া বেকারত্ব এবং নিয়োগ সংক্রান্ত চরম দুর্নীতির বিরুদ্ধে সমাজের সর্বস্তরে যে প্রতিবাদ চলছে তাকে মূর্ত রূপ দেবার জন্যই এই অভিযানের ডাক দেয় ছাত্রযুবরা । তাদের দাবি ছিল, সমস্ত শূন্য পদে অবিলম্বে নিয়োগ করতে হবে । পাশাপাশি, প্রাথমিক, মাধ্যমিক, টেট, এসএসসি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মী নিয়োগ সহ বিভিন্ন ধরনের নিয়োগে যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে মহামান্য আদালতের নির্দেশে তদন্তের দাবি তোলে ছাত্রযুবরা ।

  এদিন রামলীলা ময়দান থেকে নবান্ন অভিমুখী মিছিল শুরু হওয়া মাত্রই ছাত্রযুবদের পথ আটকায় পুলিশের ব্যারিকেড । সংগঠনের নেতৃত্বদের সাথে কোনরকম কথাবার্তায় না গিয়ে গণতান্ত্রিক পদ্ধতি মেনে চলা ছাত্রযুবদের শান্তিপূর্ণ মিছিলের ওপর হঠাৎই লাঠিচার্জ শুরু করে পুলিশবাহিনী । লাঠির আঘাতে গুরুতর জখম ও গ্রেফতার হন বহু আন্দোলনকারী ।

  ছাত্রযুবদের গণতান্ত্রিক অধিকারের দাবিতে সংঘটিত শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশি নিগ্রহের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে সিপিআই (এমএল) লিবারেশনের রাজ্য কমিটির পক্ষ থেকে কমরেড পার্থ ঘোষ এক বিবৃতি জারি করেন । উক্ত বিবৃতিতে তিনি বলেন,"আজ যখন ছাত্র-যুবরা শান্তিপূর্ণভাবে মিছিল শুরু করে পুলিশ শুধুমাত্র ব্যারিকেডই তৈরী করেনি, লাঠিচার্জ শুরু করে দেয় । কয়েকজন মহিলা সাথী গুরুতর আঘাতপ্রাপ্ত হন । গ্রেপ্তার হওয়া আন্দোলনকারীদের মধ্যে আছেন CPIML লিবারেশনের রাজ্য সম্পাদক কমরেড অভিজিৎ মজুমদার, পার্টির কলকাতা জেলা সম্পাদক কমরেড অতনু চক্রবর্তী, মহিলা নেত্রী কমরেড শোভনা নাথ, RYA রাজ্য সভাপতি কমরেড অপু ঘোষ, রাজ্য সম্পাদক কমরেড রনজয় সেনগুপ্ত, কার্যকরী সভাপতি কমরেড সজল দে, আইসা-র রাজ্য সভাপতি কমরেড নিলাশীষ বসু, ছাত্রনেত্রী কমরেড ত্রিয়াশা লাহিড়ী, অনন্যা চক্রবর্তী, অর্পিতা রায়, গণসাংস্কৃতিক সংগঠক বাবুনী মজুমদার । মমতা বন্দোপাধ্যায় সরকারের পুলিশের এই বর্বোরোচিত হামলার আমরা তীব্র নিন্দা করি ও ধিক্কার জানাই"। 

  আটক হওয়া সকল পার্টি নেতা এবং ছাত্রযুব নেতা-নেত্রীদের অবিলম্বে  নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তিনি ।

  অন্যদিকে এদিনের নবান্ন অভিযানে পুলিশি হামলার প্রতিবাদে ধিক্কার জানিয়েছে লিবারেশনের মহিলা সংগঠন AIPWA । সংগঠনের পক্ষ থেকে ঘটনার বিরুদ্ধে এক বিবৃতি জারি করে নেতৃত্ব বলেন,"সরকারি প্রকল্প এবং সরকারি নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে নবান্ন ডেপুটেশন ও মিছিলের আগেই আন্দোলনকারী সাথীদের গ্রেফতার করেছে মমতা বন্দোপাধ্যায়ের পুলিশ । ঋণমুক্তি, ১০০ দিনের কাজের মজুরি, সম কাজে সম মজুরির দাবিতে বর্ধমান, নদীয়া, হুগলি থেকে মিছিলে সমবেত হয়েছিলেন অসংখ্য শ্রমজীবী মহিলা । পুলিশের বেপরোয়া লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছেন তাদের অনেকে । গণতন্ত্র দমনকারী তৃণমূলী পুলিশের সন্ত্রাস ও গ্রেফতার হওয়া কমরেডদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে"।

  এর পাশাপাশি, কেন্দ্রীয় সরকার কর্তৃক অন্যায় ভাবে রান্নার গ্যাসের দাম একলাফে ৫০ টাকা বাড়ানোর প্রতিবাদে এদিন সিপিআই-এর ঢাকুরিয়া আঞ্চলিক পরিষদের উদ্যেগে এক সুসজ্জিত মিছিল সমগ্র ঢাকুরিয়া অঞ্চল পরিক্রমা করে ইন্ডিয়ান অয়েল দফতরের সামনে এসে প্রতিবাদ সভা সংগঠিত হয় । ওই সভায় কেন্দ্রের একের পর এক জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সিপিআই-এর কলকাতা জেলা সম্পাদক কমরেড প্রবীর দেব, ৯২নং ওয়ার্ডের পৌরমাতা মধুছন্দা দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

Post a Comment

0 Comments