#Partha Chatterjee removed from the cabinet
নিজস্ব প্রতিনিধি , কলকাতা : গ্রেফতারির ছয় দিন পর মন্ত্রিত্ব থেকে সরানো হলো পার্থ চট্টোপাধ্যায় কে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরে বিরোধী সমগ্র রাজনৈতিক দল পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণের দাবি তুলেছিলেন।
পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরে। ইডি অর্পিতার দুটি বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করে। এছাড়াও উদ্ধার হয় আরও বিপুল সম্পত্তি।
পার্থ চট্টোপাধ্যায় এই সময় ইডি হেফাজতে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি।
রাজ্যের মুখ্য সচিব বিজ্ঞপ্তি জারি করে পার্থ চট্টোপাধ্যায় কে অপসারিত করেছেন ।
গ্রেফতার হওয়ার ৬ দিন পরে মন্ত্রিসভা থেকে অপসরিত করা হলো পার্থ চট্টোপাধ্যায়।
শিল্পমন্ত্রী , বাণিজ্য ও তথ্য প্রযুক্তি মন্ত্রী থেকে অপসারণ করা হলো তাকে। তিনটি দফতর থেকেই অপসারিত করা হয়েছে তাকে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়া এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হওয়ায়। ঘরে বাইরে চাপের মুখে পড়েছিল তৃণমূল। সেই কাটাতেই পার্থ চট্টোপাধ্যায় কে অপসারিত করা হয়েছে।
পার্থ চট্টোপাধ্যায় যে যে দফতরের দায়িত্বে ছিলেন সেই দপ্তর গুলো মুখ্যমন্ত্রী নিজে তত্ত্বাবধান করবেন।
দলের মহাসচিব পদে এখনও রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই পদেও কি তিনি থাকবেন? বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় এ নিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডেকেছে। সেখানে সিদ্ধান্ত হবে পার্থ চট্টোপাধ্যায় দলের মহাসচিব পদে থাকছেন কি থাকছে না।
0 Comments