ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য-২৭ বিষধর সর্প

নিজস্ব প্রতিনিধি : (Alipore Zoo new snake)  আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথি।বিশ্ব সর্প দিবসে জন্ম নিল শর্প শাবক। এই ঘটনা আলিপুর চিড়িয়াখানার ইতিহাসে প্রথম। কয়েকদিনের মধ্যেই দেখতে পাবে দর্শকরা।

  সাপ মানেই মানুষের কাছে আতঙ্কের বিষয়, তা আবার যদি হয় বিষধর সাপ। তাহলে তো আর কথাই নেই। কিন্তু এই সাপ দেখতেই মানুষ  ভিড় জমায় চিড়িয়াখানায় । আজ বিশ্ব সর্প দিবস । আর এই সর্প দিবসে আলিপুর চিড়িয়াখানায় জন্মগ্রহণ করলো ছোট্ট ছোট্ট অতিথি রা । শনিবার আলিপুর চিড়িয়াখানায় ডিম ফুটে জন্মগ্রহণ করলো সরীসৃপ ইগুয়ানার 27 টি বাচ্ছা । এই প্রথম আলিপুর চিড়িয়াখানায়   ইগুয়ানার বাচ্চারা ভূমিষ্ঠ হল। এর পাশাপাশি ১০টি শাঁখামুটি সাপেরও বাচ্ছা জন্মগ্রহণ করলো ।  পাশাপাশি ২১ টি গোসাপের বাচ্ছা ও জন্ম নিলো ।


এ বিষয়ে  আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর জানিয়েছেন, ওয়ার্ল্ড স্নেক ডে তে নতুন অতিথিদের  সঙ্গে পেলেন তারা । এবং আগামী কয়েকদিনের মধ্যে দর্শকদের দেখবার সুযোগ ও করে দেওয়া হবে এই নবজন্মগ্রহণ করা প্রাণীগুলিকে । 

এতগুলি নতুন সরীসৃপের বাছা জন্ম নেওয়ায় খুশির হাওয়া আলিপুর চিড়িয়াখানায়।নতুন অতিথিদের দের দেখতে দর্শকদের ভিড় বাড়বে বলে আশাবাদী চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

Post a Comment

0 Comments