ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

মোদি-শাহ'র টাকে তৃণমূল গজাবে: অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি



নিজস্ব প্রতিবেদক,  উত্তর ২৪ পরগনা : পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী ব্যর্থতা আগামী ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪ লোকসভা নির্বাচনে শোচনীয়  পর্যায়ে পৌঁছবে। পরিস্থিতি এমন হবে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র টাকে তৃণমূল গজাবে। বৃহস্পতিবার এই ভাষাতেই।বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী এবং টলিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। 

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার গাইঘাটার থানার চাঁদপাড়াতে তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার উদ্দ্যোগে একটি সভায় এমন মন্তব্য করেন সায়ন্তিকা।

হুঁশিয়ারি দিয়ে বলেন "মমতা ব্যানার্জির দলের কর্মী হিসেবে আমরা তাদের টাকে তৃণমূল গজিয়েই ছাড়বো।" সেই নেতাদের টাকে যদি তৃণমূল না গজিয়েছে, তবে আমরাও তৃণমূল কংগ্রেসের কর্মী নই।" 

গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র মত বিজেপির শীর্ষ নেতৃত্ব ঘোষণা দিয়েছিলেন "আবকি বার দোসো পার" । নাম না করে বিজেপির সেই সব নেতাদের কটাক্ষ করেন মমতা । পাশাপশি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করে বলেন "কোন মুসলিম পরিবারে পুত্র সন্তান জন্মানোর পর তার নাম যেমন মীরজাফর রাখা হয় না, তেমনি কোন বাঙালি পরিবারের পুত্র সন্তান জন্মালে তার নাম শুভেন্দু রাখা হবে না।"

এদিকে সায়ন্তিকার পাশাপাশি জাতীয় নেতাদের বিরুদ্ধে কটু কথায় মেতে উঠেন তৃণমূলের স্থানীয় নেতারা। একই সভায় বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল শেঠ মন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন  "দাড়ি ধরে মারো টান, বিজেপি হবে খান খান।" কার দড়ি ধরে টান মারবো নরেন্দ্র মোদীর দাড়ি বলেও উল্লেখ করেন তিনি। 

তৃণমূল নেতৃত্বের এমন বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে  বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি প্রদীপ কুমার ব্যানার্জি  বলেন সন্ত্রাস করে ভোটে জিতলেই নেতা হওয়া যায় না। ভাষাও শিখতে হয়। তৃণমূলের বৈঠক মানেই ভাষা সন্ত্রাস। এর জবাব মানুষ দেবে।

Post a Comment

0 Comments