Partha chattopadhyay arrest update
নিজস্ব প্রতিনিধ : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (ssc recruitment case) প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট । গতকাল রাত ১১ঃ৫০ মিনিটে গ্রেফতার করে পার্থ চট্টোপাধ্যায়কে। আজ তাকে ব্যাংকশাল আদালতে তোলা হলে, দুদিনের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হেফাজতে নির্দেশ দেন আদালত। সোমবার ফের তাকে আদালতে তোলা হবে।
পার্থ চট্টোপাধ্যায়কে দীর্ঘক্ষণ জেরার পর সদ উত্তর না মেলার অভিযোগে গ্রেপ্তার করে ইডি। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২২ কোটি কুড়ি লক্ষ টাকা উদ্ধার করে ইডি। কোথা থেকে এত বিপুল পরিমাণ সম্পত্তি অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে এলো সে নিয়ে তদন্ত চালাচ্ছে ইডি।
আদালতে ইডির আইনজীবীদের দাবি, প্রচুর বেআইনি অর্থ উদ্ধার হয়েছে। সেই টাকার উৎস কি এখনও জানা সম্ভব হয়নি। যার কারনে পার্থ চট্টোপাধ্যায় কে আরও জিজ্ঞাসাবাদ এর প্রয়োজন রয়েছে। তারা পানের দিনের ইডি হেফাজতের আবেদন করলেও মাত্র দুদিনের ই ডি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের দাবি, ওই টাকার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোন সম্পর্ক নেই। তাই পার্থ চট্টোপাধ্যায় কে জামিনে মুক্ত করা হোক। ইডির সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করবেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের আবেদন খারিজ করে দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
0 Comments