কেন্দ্রের বিরুদ্ধে AILAJ ও PUCL-এর প্রতিবাদ সভা
বিশ্বরূপ দে : ৫ই জুলাই বিশিষ্ট সমাজকর্মী ফাদার স্ট্যান স্বামীকে বিচার বিভাগীয় হেফাজতে হত্যার এক বছর পূর্তি । আজও অপরাধীদের শাস্তি হয়নি । অথচ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অসংখ্য সমাজকর্মী ও গণতান্ত্রিক মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে অথবা গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে ।
এর প্রতিবাদে মঙ্গলবার ৫ই জুলাই সর্বভারতীয় আইনজীবী সংগঠন (AILAJ) ও মানবাধিকার সংগঠন (PUCL)-এর পক্ষ থেকে ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশে এক সভা অনুষ্ঠিত হয় । সভা শেষে সংগঠনদ্বয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয় । উক্ত বিজ্ঞপ্তিতে AILAJ-এর রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্য বলেন," সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ এক সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে লাগাতার ঘৃণা প্রচার ( hate campaign) চলছে এমনকি বুলডোজার দিয়ে ঘর বাড়ী ভেঙে দেওয়া হচ্ছে, যার পরিণতিতে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন হচ্ছে । এইরকম পরিস্থিতিতে দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষা এবং বুলডোজার রাজের অবসান করতে এবং তিস্তা শেতলবাদ সহ সমাজকর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল বন্দীদের মুক্তির দাবীতে আজ ৫ই জুলাই'২২ সর্বভারতীয় আইনজীবীদের সংগঠন AILAJ ও মানবাধিকার সংগঠন PUCL এর পক্ষ থেকে কলকাতার ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশে বিকেল ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত অবস্থান সভা করা হয় । সভায় বক্তব্য রাখেন মানবাধিকার সংগঠন PUCL-র সর্বভারতীয় সহসভাপতি ডাঃ বিনায়ক সেন, মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, বিশিষ্ট সমাজকর্মী বুলান গঙ্গোপাধ্যায়ের, প্রখ্যাত আইনজীবী সুজয় ভট্টাচার্য, আইনজীবী অভিজিৎ দত্ত, আইনজীবী রাজীব রায়, আইনজীবী আনন্দ মুখার্জি, আইনজীবী মালা সেন চৌধুরী, PUCL এর পক্ষে অম্লান ভট্টাচার্য, অমলেন্দু ভূষণ চৌধুরী, AILU এর রাজ্য সম্পাদক আইনজীবী অরিন্দম ভট্টাচার্য, মিহির ব্যানার্জি প্রমূখ"।
সমগ্র সভা পরিচালনা করেন AILAJ এর রাজ্য সম্পাদক তথা আইনজীবী দিবাকর ভট্টাচার্য্য ।
এর পাশাপাশি এদিন AILU-র তরফে হাইকোর্ট থেকে একটি মিছিল বের হয় এবং ঐ মিছিল লেনিন মূর্তির পাদদেশে এসে AILAJ ও PUCL-এর যৌথ সভায় সামিল হয় ।
0 Comments