ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

রায়দিঘীতে মিড ডে মিল খেয়ে অসুস্থ ৪০ জন পড়ুয়া

Sick children after eating mid day meal

 নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগনা : ফের মিড ডে মিল খেয়ে অসুস্থ চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘীর পুরন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে । ১২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ২৮ জন পড়ুয়া বর্তমানে পুরন্দপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। সংশ্লিষ্ট স্কুলের রাধুনীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শান্তির  দাবী তুলেছেন অভিভাবকরা।

 মিড ডে মিল খেয়ে অসুস্থ ৪০ জন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘীর পুরন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের। অভিভাবকদের অভিযোগ,  মিড ডে মিল খাওয়ার পরেই বমি করতে থাকে ছাত্র-ছাত্রীরা। এরপর অসুস্থ হয়ে পড়ে ৪০ জন পড়ুয়া। বিস্ফোরক অভিযোগ তুলছেন একজন অভিভাবক, তার দাবি, মিডে মিলের ভাতে টিকটিকি পড়ে ছিল সেটা জানার পরেও পড়ুয়াদের সেই ভাত খাওয়ানো হয়।

অসুস্থ পড়ুয়াদের  উদ্ধার করে পুরন্দপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র খবর,  ১২ জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। ২৮ জন পড়ুয়া বর্তমানে চিকিৎসাধীন।

মিড ডে মিলের খাবারে টিকটিকি পড়ার এই ঘটনায় সংশ্লিষ্ট স্কুলের রাধুনীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শান্তির  দাবী করেছেন অভিভাবকরা।

Post a Comment

0 Comments