Nantu Pradhan took money in SSC recruitment scam, his father is returning it
নিজস্ব প্রতিনিধি :পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী'র শ্রাদ্ধানুষ্ঠানে পাঠিয়েছিলেন ট্রাক ভর্তি চিংড়ি ! ফের আলোচনায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের 'নান্টু প্রধান!' কেন উঠছে বার বার তার নাম? পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে টাকা ফেরতের জন্য ভগবানপুরের প্রয়াত তৃণমূল নেতা নান্টু প্রধানের বাড়িতে ভীড় বাড়ছে প্রতারিত চাকরি প্রার্থীদের। চাপে পড়ে প্রতারিতদের টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছেন নান্টুর বাবার!
ভগবানপুরের এক সময়ের দাপুটে তৃণমূল নেতা নান্টু প্রধানকে মনে আছে? মাছের ভেড়ির দখলদারির অভিযোগে দাপুটে তৃণমূল নেতা নান্টু প্রধান খুন হয়েছিলেন ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি। নৃশংস ভাবে খুন করা হয়েছিল তাঁকে। পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেফতারির পর ভগবানপুরের মহম্মদপুরের সেই নান্টু প্রধানের নাম আবার সামনে আসছে। অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রয়াত তৃণমূল নেতা নান্টু প্রধান এক সময় সরকারি চাকরি দেওয়ার নাম করে দেদার টাকা তুলেছিলেন । নান্টুর অসুস্থ বাবা পার্থ ঘনিষ্ঠতার কথা স্বীকার করে বলেন, 'টাকা নেই। যা আছে ধাপে ধাপে যতটা পারি সবাইকে ফেরত দিচ্ছি।'
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর এখন দলে দলে প্রতারিত চাকরি প্রার্থীরা আসছেন ভগবানপুরের মহম্মদপুরে নান্টুর বাড়িতে। স্থানীয় বাসিন্দা থেকে প্রতিবেশী সকলেই জানাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়ের স্নেহধন্যই ছিলেন দাপুটে নান্টু। সেই পরিচয়কে সামনে রেখেই চাকরি দেওয়ার নাম করে দেদার টাকা তুলতো নান্টু। এখন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার কাণ্ডের পর সেসব নিয়েই জোর চর্চা শুরু হয়েছে এলাকায়। টাকা ফেরত নিতে নান্টুর বাড়িতে লাইন পড়ছে প্রতারিতদের।
0 Comments