ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

সিজিও কমপ্লেক্সে বন্ধন ব্যাঙ্কের দুই আধিকারিক

  

Two employees of Bandhan Bank in ED's office in recruitment corruption WB

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক : শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে বন্ধন ব্যাঙ্কের  দুই আধিকারিক। তল্লাশি চালাতে গিয়ে অর্পিতার ফ্ল্যাট থেকে  বন্ধন ব্যাংক এর ফিক্সড ডিপোজিট, চেকবুক সহ বেশ কিছু নথি উদ্ধার করে ইডি তদন্তকারীরা।সে সম্পর্কে জানতে ব্যাঙ্ক আধিকারিককে তলব করে বলে ইডি সূত্রে খবর।

  ইতিমধ্যে মন্ত্রীত্ব সহ দলের সব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায় কে ঝেড়ে ফেলেছে তৃণমূল। এবার কি তাহলে ইডি জেরায় মুখ খুলবেন প্রাক্তন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই এই ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার ইডি জেরায় তিনি তার  অবস্থান পরিবর্তন করেন কিনা এমন সেদিকে তাকিয়ে সংশ্লিষ্ট মহল। তার অবস্থানের  উপর নির্ভর করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর তদন্তের গতিপ্রকৃতি। এদিকে বৃহস্পতিবার চিনার পার্ক লাগোয়া, অর্পিতা মুখার্জির ফ্লাটে ও নয়াবাদের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। ফ্ল্যাটে বিদ্যুৎ না থাকার কারণে তল্লাশি অভিযান চালাতে পারিনি ইডি তদন্তকারীরা। শুক্রবার এই ফ্লাটে যাবার সম্ভাবনা রয়েছে ইডি তদন্তকারীদের।পাশাপাশি শিক্ষক নিয়োগে  সবথেকে বেশি সুপারিশ কে করেছেন এখন দিকে নজর  ইডি আধিকারিকদের। ইডি সূত্রে খবর তার খোঁজে শুক্রবার  কলকাতা ও পার্শবর্তী এলাকায় তল্লাশি অভিযান চালাবেন  ইডি । পাশাপাশি শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয় বন্ধন ব্যাঙ্কের  দুই আধিকারিক। তল্লাশি চালাতে গিয়ে অর্পিতার ফ্ল্যাট থেকে  বন্ধন ব্যাংক এর ফিক্সড ডিপোজিট, চেকবুক সহ বেশ কিছু নথি উদ্ধার করে ইডি। সে বিষয়ে জানতে তাদের তলব করা হয় বলে সূত্রের খবর। স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় কে



Post a Comment

0 Comments