ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

বহিষ্কৃত বিজেপি নেত্রী নুপুর শর্মার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি কলকাতা পুলিশের

নিজস্ব প্রতিনিধি : বিজেপির বহিষ্কৃত জাতিয় মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি কলকাতা পুলিশের। পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ইতিমধ্যে গ্রেফতারের দাবি উঠছিল বিভিন্ন সংগঠনের তরফ থেকে। কলকাতায় এফআইআর হয়েছিল দুই থানায়। দুই থানা হাজীরা দিতে বললেও তিনি হাজিরা দেননি। নারকেলডাঙ্গা এবং আমহাস্ট্রিট থানা সমন পাঠিয়েছিল নুপুর শর্মাকে। নুপুর শর্মা তখন জীবনের ঝুঁকি রয়েছে বলে কলকাতা পুলিশের থেকে চার সপ্তাহ সময় নিয়েছিলেন। চার সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর গত সোমবার হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি হাজিরা দিতে আসেননি। 

চার সপ্তাহ সময় পেরিয়ে গেলেও তিনি হাজিরা দেননি। সে কারণে কলকাতা পুলিশ লুকআউট নোটিশ জারি করল।

অপরদিকে ২১ জুন মহারাষ্ট্রের অমরাবতীতে ৫৪ বছরের এক কেমিস্টের খুনের ঘটনায় সামনে এসেছে নূপুর শর্মার নাম। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে উদয়পুরের পর এবার অমরাবতীর সেই খুনেরও তদন্তভার উঠলো কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ এর হাতে। যার কারনে নুপুর শর্মা কিছুটা হলেও আরও চাপের মুখে পড়েছেন।




 

Post a Comment

0 Comments