Name the people associated with corruption Partha :dilip
নিজস্ব প্রতিনিধি , দমদম : বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ পার্থ চট্টোপাধ্যায়ের ষড়যন্ত্রের শিকার মন্তব্য নিয়ে বলেন, কে ষড়যন্ত্র করেছে সেটা তো বলতে হবে। কে বা কারা এর সঙ্গে যুক্ত আছে বলে দিন। ভদ্রলোকের মতো। আমরা তো ওনাকে ভদ্রলোক বলে মনে করি। কার কার টাকা আছে, কার কাছ থেকে এসেছে? কত জনের থেকে নিয়েছেন ?আর কাকে কাকে ভাগ দিয়েছেন সব বলতে হবে।
এদিন তিনি এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে বলেন, এখন তো মিটিং করতে হবে এদের সঙ্গে যখন করার দরকার ছিল তখন করেননি এখন কি হবে মিটিং করে। শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান নিজে অভিযুক্ত তাকেকে শৃঙ্খলা ভঙ্গ করলে কে সাজা দেবে। একটা পার্টির মিটিং করে পার্থ চট্টোপাধ্যায়কে সরাতে সাতদিন সময় লেগে গেছে । এইসব ড্রামা করে কিছু হবে না এখন সিবিআই ইডি সামনে সব বলতে হবে।
মুখ্যমন্ত্রী দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে দিলীপ ঘোষ বলেন , ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে।
অর্পিতা মুখার্জীর ডায়মন্ড সিটি ফ্লাট থেকে চারটি গাড়ি নিখোঁজ হয়ে যাওয়া প্রসঙ্গে বলেন, শুধু গাড়ি নয় গাড়ির মধ্যে টাকাও উধাও এটা ইডিকে খুঁজে দেখতে হবে। কি করে উধাও হয়ে গেল সবকিছু ।
বিজেপির পরবর্তী পদক্ষেপ নিয়ে বলেন, বিজেপি সাধারণ মানুষের সঙ্গে আছেন আন্দোলন করছি যাতে তাড়াতাড়ি সব চোরদের জেলে পাঠানো যায়। বাংলাকে কলঙ্ক মুক্ত করা যায়। ব্যাপারটা যেহেতু কোর্ট আর ইডির মধ্যে আমাদের খুব বেশি কিছু করার নেই।
দিলীপ ঘোষ আরও বলেন, আমি প্রথম দিনই বলেছিলাম হিমশৈলের চূড়া মাত্র হাজার হাজার কোটি টাকা উদ্ধার হবে সবে তো মাত্র দুশো আড়াইশো বেরিয়েছে ।
0 Comments