ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

চিড়িয়াখানায় জন্ম নিলো তিনটি ব্যাঘ্র শাবক

 দুমাস পর নামকরণ করা হবে ব্যাঘ্র শাবকদের

বিশ্বরূপ দে  : লন্ডনের জেএসএল চিড়িয়াখানায় জন্ম নিলো তিনটি ফুটফুটে ব্যাঘ্র শাবক । 

  ওয়ার্ল্ড টাইগার পপুলেশন সার্ভেয়ার এবং লন্ডন জু অথরিটির রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জুন মাসে (জুন'২২) জেএসএল চিড়িয়াখানার ১০ বছর বয়সী সুমাত্রিয় বাঘ গায়েশা তিনটি শাবকের জন্ম দেয় । ছয় সপ্তাহ পর ২৩শে জুলাই শনিবার তাদের মায়ের সাথে মেলামেশার জন্য বিশেষভাবে ঘেরা জায়গায় উন্মুক্ত করা হয় । এর আগে শাবক তিনটিকে জু-কিপারদের বিশেষ পর্যবেক্ষনে মায়ের থেকে পৃথক রাখা হয়েছিল । আগামী দুমাস পর শাবক তিনটির লিঙ্গ নির্ধারণ করে নামকরণ করা হবে বলে জানিয়েছে লন্ডন জু অথরিটি । 

  প্রসঙ্গত উল্লেখ, সুমাত্রিয় বাঘ বিশ্বের অত্যন্ত বিরল ও বিপন্ন উপ-প্রজাতি । ২০১৩ সাল থেকে লন্ডনের জেএসএল চিড়িয়াখানা কর্তৃপক্ষ সুমাত্রিয় টাইগার টেরিটরির উদ্যোগ গ্রহণ করে এবং তারপর থেকে এখনো পর্যন্ত সেখানে মোট ৮টি সুমাত্রিয় ব্যাঘ্র শাবকের জন্ম হয় । 

  এর পাশাপাশি, ২৮শে এপ্রিল'২২ পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের ইয়াংঝু শহরের একটি চিড়িয়াখানায় জন্ম হয় সাইবেরিয়ান বাঘের জমজ শাবক । যার মধ্যে একটি পুরুষ ও অন্যটি মহিলা । বিগত প্রায় তিন মাস পর সম্প্রতি ওই দুটি শাবককে জনসম্মুখে উন্মুক্ত করা হয়েছে । 

  তবে বিশ্বজুড়ে যেভাবে অরণ্য ধ্বংস হচ্ছে, তাতে বাঘ ও অন্যান্য বন্যপ্রাণী তাদের প্রকৃত বাসস্থান হাড়াতে বসেছে । প্রাণী সংরক্ষণের তাগিদে বাধ্য হয়েই তাদের সুরক্ষিত ক্ষেত্রে রেখে অর্থাৎ চিড়িয়াখানার মতো জায়গায় বংশ বিস্তার করাতে হচ্ছে, যা প্রকৃতি ও পরিবেশের ক্ষেত্রে মোটেই শুভ ইঙ্গিত নয় বলে দুশ্চিন্তা প্রকাশ করেছেন বন্যপ্রাণ গবেষকরা ।

Post a Comment

0 Comments