নিজস্ব প্রতিনিধি : জলপাইগুড়ি জেলা জুড়েই চলছে বেআইনি ভাবে হাড়িয়া ও চোলাই মদের কারবার।
শহর থেকে কিছুটা দূরে রাস্তার পাশে দিয়ে সরকারি জায়গা দখল করে হোটেলের চলছে বেআইনি ভাবে মদের ব্যাবসা বলে অভিযোগ । আশে পাশেই রয়েছে সরকারি ও বেসরকারি স্কুলও। পুলিশ ও আবগারি অধিদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষ।
স্থানীয়বাসিন্দারা জানায়, রোজ চলছে মদ ব্যাবসা , এতে পরিবেশ নষ্ট হচ্ছে পুলিশকে বারংবার জানিয়েও কোনো লাভ হয় না। । শুধু হোটেল করলে ঠিক ছিলো কিন্তু হোটেল আড়ালে এই ধরনের কারবার। আর এতেই দেখা যাচ্ছে পরিবারের মধ্যে রোজ অশান্তি বেধে রয়েছে ।
অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা চন্দ লোহার ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন বিষয়টি প্রশাসনের দেখা উচিত ।
ঘটনায় জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদরা টেলিফোনে জানান, জেলা জুড়েই আপগারি দপ্তর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। পাশাপাশি যেখান থেকে অভিযোগ আসছে সেখানেও প্রশাসনের নজরদারি রয়েছে। তিনি আরও জানান, স্পেশাল তল্লাশি চলছে।
0 Comments