নিজস্ব প্রতিবেদক, রামপুরহাট, ১৫ জুলাই : গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি এবং অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত্রে পাঁচ দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয়েছিল রামপুরহাট-বৈধরা যাওয়ার রাস্তায় বাতাসপুর গ্রামের কাছে। খবর পেয়ে সেখানে হানা দেন রামপুরহাট থানার সাব ইন্সপেক্টর অমিতাভ পাল। পুলিশ হাতেনাতে পাঁচ দুষ্কৃতীকে ধরে ফেলে। ধৃতরা হল নলহাটি থানার বিদুপাড়ার বাসিন্দা মহম্মদ মুক্তার আহমেদ আনসারী, রামপুরহাট থানার বড়পাকুরিয়া গ্রামের কিরণ শেখ, জনি শেখ, রামপুরহাট পুরসভার সানঘাটাপাড়ার আক্রম শেখ এবং মল্লারপুর থানার গাজীপুরের বাসিন্দা নুরুল ইসলাম শেখ ওরফে হাসিরুল। ধৃতদের কাছে থেকে একটি একটি কার্তুজ ভর্তি পাইপগান, একটি তলোয়ার, ছুরি, লোহার রড, দড়ি ও মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ।
0 Comments