ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

দুর্গাপুরে সিবিআই দফতরে কেন বিক্ষোভ দেখাল সিপিএম ?

 

নিজস্ব প্রতিনিধি :  ২১ জুলাইয়ের পরদিনই রাজ্য জুড়ে শাসক দলের মন্ত্রী, প্রাক্তন শিক্ষা আধিকারিক সহ অন্তত ১৩ জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই তল্লাশি অভিযানকে ঘিরে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। তাতপর্যপূর্ণ ভাবে এদিনই দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতা মন্ত্রীদের গ্রেফতারের দাবিতে দুর্গাপুরে CBI র অস্থায়ী ক্যাম্প অভিযান করল CPI(M)। 

রাজ্য জুড়ে হেভিওয়েট নেতা. মন্ত্রী, প্রাক্তন শিক্ষা অধিকর্তার বাড়িতে ইডি অভিযানে যথেষ্ট বেকায়দায় রাজ্যের শাসক দল । এই অবস্থায় তৃণমূলকে আরও বিড়ম্বনায় ফেলতে কোমড় বেধে পথে নেমে পড়ল সিপিএম। শুক্রবার দুর্গাপুরে NIT ক্যাম্পাসে CBI র অস্থায়ী ক্যাম্প অফিসে অভিযান করল CPI(M) । ,নেতৃত্বে CPI(M)  এর পশ্চিম বর্ধমান জেলা কমিটি । মিছিল থেকে শাসক দলের অভিযুক্ত নেতা মন্ত্রীদের অবিলম্বে গ্রেফতার দাবি জানান জেলা নেতৃত্ব। 

 পাশাপাশি এদিন দুপুরে দলীয় দফতরে সাংবাদিক বৈঠক করে তীব্র ভাষায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।  তিনি বলেন আমার-আপনার পরিশ্রমের টাকা বাংলা জুড়ে কাটমানির নামে লুট করছে তৃণমূল ।

 রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যে শাসক দল চাপে পড়তেই কিছুটা চাঙ্গা বিরোধীরা।

Post a Comment

0 Comments