Abhishek Banerjee's meeting with SSC agitating job seekers
নিজস্ব প্রতিনিধি , কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে খুশি আন্দোলনরত টেট পরীক্ষার্থীরা। প্রায় দু'ঘণ্টা বৈঠক শেষে আন্দোলনকারীদের নেতা শহিদুল্লা জানান, মেধা তালিকায় থাকা সকলের চাকরির আশ্বাস দিয়েছেন অভিষেক। শুনেছেন আমাদের কথাও। আমরা আশার আলো দেখছি।
২৪ ঘণ্টা আগেই আন্দোলনরত টেট পরীক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসার কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই বৈঠকের দিকে আগ্রহ এবং কৌতুহল ছিল রাজ্যবাসীর। পূর্ব নির্ধারিত সূচি অনুসারেই শুক্রবার বিকেলে এসএসসি আন্দোলনকারীদের আট প্রতিনিধি ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যান। প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে বৈঠক। পরে সাংবাদিকদের সামনে বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানান এসএসসি আন্দোলনের অন্যতম মুখ শহিদুল্লা। ২০১৬ সালে এসএসসি মেধাতালিকায় থাকা প্রত্যেককে চাকরির আশ্বাস দিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বৈঠকের পর সেকথাও জানান শহিদুল্লা ।
আন্দোলনকারীরা জানান ৮ আগস্ট বিকাশ ভবনে এ বিষয়ে আবারও বৈঠক হবে । উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ও এসএসসির চেয়ারম্যান। আন্দোলন প্রত্যাহার প্রসঙ্গে শহিদুল্লা জানান এবিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।
এসএসসি আন্দোলনকারীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক প্রসঙ্গে অবশ্য কটাক্ষ করতে ছাড়েন নি বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন বিড়াল ঠেলায় পড়লেই গাছে ওঠে ।
জল শেষ পর্যন্ত কোথায় গড়ায় তা জানতে এখন অপেক্ষা করতে হবে আটই অগাস্ট পর্যন্ত।
একদিকে চাকরি প্রার্থী আন্দোলনকারীদের সঙ্গে যখন বৈঠক চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ।অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটে অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে অন্য কিছু চাকরি প্রার্থীরা। তাদের বক্তব্য দীর্ঘদিন তারা আন্দোলন করছেন কিন্তু কোনও সুরাহা হয়নি। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা দেখা করতে চান এবং কথা বলতে চান।
0 Comments