ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

প্রকান্ড মাপের অজগর উদ্ধার

চিত্তরঞ্জনে ক্রেনের সাহায্যে উদ্ধার হলো বিশাল অজগর সাপ

বিশ্বরূপ দে  : মঙ্গলবার সকালে চিত্তরঞ্জন লোকমটিভ ওয়ার্কস অফিসের প্রাচীর সংলগ্ন একটি বড় গাছ থেকে প্রকান্ড মাপের এক অজগর সাপ (ইন্ডিয়ান রক পাইথন) উদ্ধার করলো বন্যপ্রাণ রক্ষা ও উদ্ধারকারী সংস্থার কর্মীরা । 

  এদিন সকালে প্রথমে আরপিএফ জওয়ানদের নজরে আসে সাপটি । দেখামাত্রই খবর দেওয়া হয় উদ্ধারকারী সংস্থার বিশেষজ্ঞ দলকে । খবর পাওয়া মাত্রই পিন্টু দাস, অঙ্কন দাস সহ অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছয় । কিন্তু সাপটি যে গাছে ছিল, সেই গাছটির উচ্চতা দেখে সেটি উদ্ধার করার ক্ষেত্রে বেশ চিন্তিত হয়ে পড়েন উদ্ধারকারী দলের সদস্যরা । অবশেষে সিএলডব্লিউ-এর বিভিন্ন বিভাগের অফিসিয়াল ও কর্মীদের সহযোগিতায় ক্রেনের সাহায্যে অজগরটিকে গাছ থেকে উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারী দলের সদস্যরা । উদ্ধারের পর সাপটিকে সম্পূর্ন সুস্থ ও অক্ষত অবস্থায় তার যথোপযুক্ত বাসস্থানে ফিরিয়ে দিতে বন দফতরের হাতে তুলে দেওয়া হয় । 

  ক্রেনের সাহায্যে অজগর উদ্ধারের এই রোমহর্ষক দৃশ্য দেখতে এদিন সকালে সিএলডব্লিউ ওয়ার্কস অফিসের সামনে ভিড় জমান প্রচুর মানুষ । এক সাক্ষাৎকারে উদ্ধারকারী দলের সদস্য তথা সর্প বিশেষজ্ঞ পিন্টু দাস বলেন,"সম্ভবত রাত্রি বেলাতেই খাদ্যের সন্ধানে অজগরটি ওয়ার্কস অফিস সংলগ্ন প্রাচীর বেয়ে গাছে ওঠে । সকালে এক মহিলা আরপিএফ জওয়ানের নজরে আসে সাপটি । তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে ক্রেনের সাহায্যে সাপটিকে উদ্ধার করা হয়"। 

  তবে এই উদ্ধারকাজে সিএলডব্লিউ অফিসিয়াল ও কর্মীদের বিশেষ সহযোগিতার কথা স্বীকার করেন তিনি । 

  প্রসঙ্গত উল্লেখ, এর আগেও এই অঞ্চল থেকে প্রচুর বিষধর সাপ ও বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণ উদ্ধার করা হয়েছে । অধিকাংশ ক্ষেত্রেই স্থানীয় মানুষজনের বাড়ি থেকে ওইসব প্রাণী উদ্ধার করা হয় । এর প্রধান কারণই হলো চিত্তরঞ্জন লাগোয়া জঙ্গল ও পাহাড়ি এলাকা এবং বিশেষ করে চিত্তরঞ্জনের "হাউজ লেভেল", যা রাস্তা থেকে অনেকটাই নিচু । ফলে খুব সহজেই সাপ বা অন্যান্য প্রাণী যে কোন কারণেই ঘরে প্রবেশ করতে সক্ষম হয় । সংশ্লিষ্ট মহলের উচিত "হাউজ লেভেল" বাড়ানো বা গার্ড ওয়ালের বন্দোবস্ত করা, যাতে অহরহ সাপ বা বিভিন্ন বন্যপ্রাণী ঘরে ঢোকা থেকে বিরত থাকে, ফলে মানুষ ও বন্যপ্রাণ উভয়ই সুরক্ষিত থাকবে - এমনটাই দাবি স্থানীয়দের ।

Post a Comment

0 Comments