নিজস্ব প্রতিনিধি : আরও মহার্ঘ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। চাল,ডাল,আটা, মধু, পনিরের মত নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর ৫% জিএসটি বসানোর কথা ঘোষণা করল জিএসটি কাউন্সিল । এই সিদ্ধান্তে ক্ষোভ বাড়ছে বিজেপির অন্দরেই। নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর জিএসটি বসানোর সিদ্ধান্তের বিরোধীতা করেছেন বিজেপিতে বিক্ষুব্ধ হিসেবে পরিচিত নেতা বরুণ গান্ধী।
লাগাতার মূল্যবৃদ্ধিতে এমনিতেই নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। পেট্রোল ডিজেল প্রতিদিন নিজেকে নিজের রেকর্ড ভেঙে চলেছে। এমতাবস্থায় গরিবের ভাতের হাড়িতেও জিএসটির হানা। সোমবার থেকে 5% জিএসটি বসলো চাল, ডাল,গুড়,আটা মধুর মত নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর। এতদিন পর্যন্ত চাল ডাল আটা মধু পনিরের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর কোন জিএসটি দিতে হতো না।
সোমবার জিএসটি কাউন্সিল ঘোষণা করে চাল,ডাল,আটা,মধু পনির,দই,মুড়ির প্যাকেটজাত দ্রব্যের উপর 5% জিএসটি বসার কথা। ফলে আম আদমির প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিস পড়তে চলেছে আরও মহার্ঘ। বাড়তি করের আওতায় ঢুকছে ব্যাংকের চেক বইও। এদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর জিএসটি চাপানোর বিরুদ্ধে সরব হয়েছে বিজেপির অন্দরের অনেক নেতাই। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন বরুণ গান্ধী। আমরাই সাধারণ মানুষের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দিচ্ছি বলে দাগেন বরুণ। বিতর্কিত কৃষি বিল থেকে শুরু করে লখিমপুর খয়েরি হত্যাকান্ড বিজেপি সরকারের বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গেছে দলের মধ্যে বিক্ষুব্ধ বলে পরিচিত বরুণ গান্ধীকে। এবার জিএসটি বৃদ্ধিতেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হওয়ায় অস্বস্তি বাড়লো মোদির শাহদের।
0 Comments