ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

রামপুরহাট স্টেট ব্যাংকের গ্যারেজে ভয়াবহ আগুন

 


নিজস্ব প্রতিবেদক, রামপুরহাট, ১৪ জুলাই : অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ভারতীয় স্টেট ব্যাংকের রামপুরহাট শাখা। দমকলের তৎপরতায় ঘন্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। কয়েকটি মোটর বাইক ও সাইকেল সম্পূর্ন পুড়ে গিয়েছে।

ঘটনাটি ঘটেছে রামপুরহাট পুরসভা সংলগ্ন ব্যাংকের গ্যারেজে। বৃহস্পতিবার আচমকা সেখান থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। পুরসভার কর্মীরা আগুন প্রথম দেখতে পান। তারাই চিৎকার করে লোক জমায়েত করে। এরপরেই ব্যাংকের পক্ষ থেকে দমকল খবর দেওয়া হয়।

 ব্যাংকের ঢিল ছোড়া দূরত্বে দমকল কেন্দ্র হওয়ায় নিমেষের মধ্যে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের আধিকারিক সোমনাথ দাস বলেন, "প্রাথমিক ভাবে মনে হচ্ছে মোটর বাইক থেকেই কোনভাবে আগুন ধরে। পরে অন্যান্য গাড়িতে ছড়িয়ে পড়ে। বাইকে পেট্রোল থাকায় ভয়াবহ আকার ধারণ করে"। ব্যাংকের বাইরে আগুন লাগলেও কালো ধোঁয়ার কুণ্ডলী ঢুকে পড়ে ব্যাংকের ভিতর। ফলে গ্রাহকরা ছোটাছুটি করে ব্যাংক থেকে বাইরে বেরিয়ে আসে। বন্ধ করে দেওয়া হয় ব্যাংকের কাজকর্ম। ব্যাংকের আধিকারিক সন্দীপ মণ্ডল বলেন, "আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তবে কিভাবে আগুন ধরল সেটা তদন্ত করে দেখা হবে"। প্রত্যক্ষদর্শী পুরসভার কর্মী চিন্ময় মহান্ত বলেন, "হঠাৎ দেখি ব্যাংকের গ্যারেজ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে অন্যান্য কর্মীদের খবর দিই। এরপরেই বিষয়টি ব্যাংকের নজরে নিয়ে আসা হয়। দমকল কর্মীরা তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে"।

Post a Comment

0 Comments