ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

দামোদর নদ থেকে জেলেদের জালে ধরা পড়ল ৩০ কেজি ওজনের মাছ

 

নিজস্ব প্রতিনিধি : দামোদর নদ থেকে জেলের জালে ধরা পড়ল এক বিশালাকার মাছ। বড় বড় দাঁত ও বড় বড় পাখনা যুক্ত এই বিশালাকার মাছ জালে উঠতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বিশাল আকার ও বিশাল ওজনের মাছ দেখতে ভীড় জমে উৎসাহী মানুষের। ঘটনা বাঁকুড়ার পাত্রসায়ের থানার দামোদরের শিল্লা ঘাটে। 

শুক্রবার দুপুরে পাত্রসায়েরের দামোদরে শিল্লা ঘাটে এক জেলের জালে ধরা পড়ে এক বিশালাকার মাছ। জালে বড় মাছ পড়েছে টের পায় জেলে। এরপরে অনেকের চেষ্টায় নদী থেকে তোলা হলে দেখা যায় এক অদ্ভুত মাছ। খবর ছড়িয়ে পড়তে উৎসাহী মানুষের ভীড় জমে নদী ঘাটে। জানা গেছে পুর্ব বর্ধমানের গলসি থানার এক জেলের জালে উঠে মাছটি। এর আগে এতবড় মাপের ও এত ওজনের মাছ এই এলাকায় চোখে পড়েনি বলেও দাবি এলাকাবাসীর। উদ্ধার হওয়া মাছের ওজন প্রায় ৩০ কেজি। 

মাছটির স্থানীয় নাম কেনো মাছ। বিশেষজ্ঞ জানাচ্ছেন মাছটি বাগারিয়াস স্প্যাসিস স্থানীয় নাম বৈগার বা কানা বাগার মাছ নামে পরিচিত। মাছটি মূলত বড় বড় ড্যামে দেখা যায়। উত্তরপ্রদেশের কালি নদীতে এই মাছ সবথেকে বেশী দেখা যায়। তবে বাঁকুড়ার মুকুটমনিপুরেও এই মাছ একবার দেখা গিয়েছিল। গভীর জলাশয়ে এদের অবস্থান এবং জলের স্রোতে থাকতেও ভালোবাসে। মনে করা হচ্ছে মাছটি দামোদরের জলে স্রোতে ভেসে এসে জেলের জালে আটকে যায়। দামোদরের সুবিশাল জলাশয়ে এই মাছ রয়েছে তবে এই মাছের সংখ্যা হারাচ্ছে বলেও মত বিশেষজ্ঞদের।

Post a Comment

0 Comments