ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

সরকারি ষড়যন্ত্রের শিকার হওয়া সমাজকর্মীদের মুক্তির দাবি তুললেন সুজাত ভদ্র

দুর্নীতিমুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ার ডাক দিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট


বিশ্বরূপ দে  :   ২০০২ সালে গুজরাট গণহত্যার সুবিচার চাওয়ার অপরাধে গ্রেফতার হওয়া সমাজকর্মী তথা আইনজীবী তিস্তা শেতলবাদ সহ দেশের প্রতিটা রাজ্যে মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া প্রত্যেক সমাজকর্মী ও রাজনৈতিক বন্দিদের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ২২শে জুলাই শুক্রবার যাদবপুরে এক প্রতিবাদ সভা সংঘটিত করে All India Lawyers Association For Justice (AILAJ) এবং PUCL ।

  এদিন বিকেল ৫:৩০ মিনিটে বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী নীতিশ রায়ের গানের মধ্যে দিয়ে সভা শুরু হয় । কেন্দ্রের বুলডোজার রাজের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে সভায় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, প্রাক্তন বিচারক মাননীয় তপন দাস সহ বিশিষ্ট আইনজীবীগণ । PUCL-এর পক্ষ থেকে বক্তব্য রাখেন অম্লান ভট্রাচার্য, অমলেন্দু ভূষণ চৌধুরী প্রমুখ । সমগ্র সভা পরিচালনা করেন AILAJ-এর রাজ্য সম্পাদক তথা আইনজীবী দিবাকর ভট্টাচার্য । 

  এর পাশাপাশি এদিন বীরভূমের মুরারই-এ এক সমাবেশের মধ্যে দিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতিমুক্ত স্বচ্ছ গ্রাম পঞ্চায়েত তৈরি করতে আইএসএফকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন দলের শীর্ষ নেতৃবৃন্দ । উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ও বিধায়ক মোহাম্মদ নওসাদ সিদ্দিকী ও পশ্চিম বঙ্গ রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ মাইতি । 

  এদিনের সমাবেশে নওসাদ সিদ্দিকী এলাকার অনুন্নয়ন ও পঞ্চায়েতের দূর্নীতি সম্বন্ধে সরব হন । তিনি বলেন যে এলাকার অনুন্নয়ন এতটাই গভীর যে বাচ্চাদের হাঁটুজল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে । আগামী পঞ্চায়েত নির্বাচনে আইএসএফকে পঞ্চায়েত গড়ার সুযোগ দিয়ে এই এলাকার উন্নয়নকে তরান্বিত করার আহ্বান জানান তিনি ।

  বিশ্বজিৎ মাইতি তাঁর বক্তব্যে তৃণমূল কংগ্রেসের দূর্নীতির তীব্র সমালোচনা করে বলেন,"আপাদমস্তক দূর্নীতিতে ডুবে থাকা এই দল একদিন ভেঙে পড়বেই"। পুলিশকে তিনি শাসকদলের দলদাস হওয়া থেকে বিরত থেকে নিরপেক্ষভাবে কাজ করার আবেদন করেন । তিনি বলেন,"তৃণমূল ও বিজেপি'র গোপন আঁতাত সবাই জানেন । বিজেপিকে সুবিধা করে দিতে তৃণমূল সবসময় তৎপর"। 

  এদিন মুরারই-এ দলের একটি কার্যালয়েরও উদ্বোধন করা হয় । স্থানীয় মানুষের যেকোন সমস্যা সমাধানে এই কার্যালয়ে দলীয় কর্মীরা সক্রিয় থাকবেন বলে জানিয়েছেন আইএসএফ নেতৃত্ব । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হজরত আলী, তাশির সেখ সহ মুরারই অঞ্চলের সকল আইএসএফ নেতৃবৃন্দ ।

Post a Comment

0 Comments