ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোট হয়েছে পশ্চিমবাংলায় ট্যুইটে দাবি শুভেন্দু অধিকারীর

নিজস্ব প্রতিনিধি : ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। পরিসংখ্যান এবং প্রত্যাশা অনুযায়ী ভারতের প্রথম কোন আদিবাসী নারী রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচিত হলেন। NDA- এর প্রার্থী ছিলেন তিনি। তাই NDA- এর ভোট এবং সমর্থিত দল গুলোর ভোট তিনি পাবেন এটা প্রত্যাশিত ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী বারবার বলেছিলেন পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোট হবে। অর্থাৎ বিজেপির ৭০ জন বিধায়ক থাকলেও তার বেশি ভোট পাবেন। আজ রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই তিনি টুইট করে লেখেন, ৭০ জন বিধায়ক ভোট দেওয়ার কথা থাকলেও ফলাফল অনুযায়ী দেখা যাচ্ছে ৭১ জন বিধায়ক ভোট দিয়েছেন শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে। চারজন তৃণমূল বিধায়কের ভোট বাতিল হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিজেপির নির্বাচিত সাংসদ এবং বিধায়করা একটি নামকরা হোটেলে একসঙ্গে ছিলেন। যদিও এই বিধায়ক এবং সাংসদদের হোটেলে থাকা নিয়ে বিভিন্ন রকম বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু ফলাফল প্রকাশ হওয়ার পরে একটা বিষয় পরিষ্কার শুভেন্দু অধিকারীরা নিশ্চিত করতে চেয়েছিলেন বিজেপি বিধায়ক এবং সাংসদদের ভোট কোনোভাবে ক্রস ভোটে পরিণত না হয়। সেদিক থেকে শুভেন্দু অধিকারীরা সম্পূর্ণরূপে সফল কারণ ফলাফল সেরকমই বলছে। বিজেপি ৭০ জন বিধায়কের ভোট নিশিত করতে চেয়েছিলেন দ্রৌপদী মর্ম স্বপক্ষে। কিন্তু ফলাফল অনুযায়ী দেখা যাচ্ছে ৭০ জন নয় ৭১ জন বিধায়ক ভোট দিয়েছেন দ্রৌপদী মুর্মুর স্বপক্ষে।

প্রসঙ্গত এই ফলাফল প্রকাশ হওয়ার পরেই চুপ করে থাকেন নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল সম্বলিত একটি কাগজ তা টুইট হ্যান্ডেল এ সংযোগ করে তিনি দাবি করেন, তিনি রাষ্ট্রপতি নির্বাচনের আগেই বলেছিলেন পশ্চিমবাংলায় শুধুমাত্র বিজেপি সাংসদ এবং বিধায়কদের ভোট পাবেন না রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু। বিজেপির যে সংখ্যক সাংসদ এবং বিধায়ক আছে তার থেকে বেশি ভোট পাবেন তিনি। ফলাফল অনুযায়ী শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য মান্যতা পেয়েছ। তিনি ওই ফলাফল সম্বলিত কাগজে নির্দিষ্ট করে দেখাতে চেয়েছেন যে, তিনি আগেই জানতেন যে তৃণমূল বিধায়ক দ্রৌপদী মুরমু স্বপক্ষে ভোট দেবেন। প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু অধিকারী তার টুইটে এই বিষয়টিকে ব্রেকিং নিউজ বলে উল্লেখ করেছেন।



Post a Comment

0 Comments