নিজস্ব প্রতিনিধি : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৭ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে গ্রেফতার করলো ( enforcement directorrate) এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ED)। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম গ্রেপ্তার।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দিয়েছিল। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় এর বাড়ি সহ তেরোটি জায়গায় তল্লাশি চালায় ইডি।
গতকাল পার্থ চট্টোপাধ্যায় কে জিজ্ঞাসাবাদ করার সময় বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন তিনি।
ইডি সূত্রে খবর তদন্তের সহযোগিতা না করার জন্যই গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়।
ইডি সূত্রের খবর পার্থ চট্টোপাধ্যায়কে (Partha chattopadhyay) প্রশ্ন করলেও তিনি তার সদ উত্তর দিতে পারছেন না।
পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। ৬৯ লক্ষ টাকা মূল্যের গয়না উদ্ধার করেছে ইডি। কোথা থেকে এলো এত টাকা? এই টাকার উৎস কি খতিয়ে দেখছে ইডি।
অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে ইডি পার্থ চট্টোপাধ্যায় কে চেনেন কিনা জানতে চাইলে অর্পিতা মুখোপাধ্যায় জানান, হ্যাঁ পার্থ চট্টোপাধ্যায়কে তিনি চেনেন।
পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতার সম্পর্ক কি তা নিয়েও প্রশ্ন করেছে ইডি। সূত্রে খবর পার্থ চট্টোপাধ্যায় এই নগদ উদ্ধার টাকার সম্পর্কিত কোন তথ্য জানেন কিনা তাও জানতে চাওয়া হয়েছে।
পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে ইডি।
পার্থ চট্টোপাধ্যায় কে ই এস আই হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য।
আজ পার্থ চট্টোপাধ্যায় কে আদালতে তোলা হতে পারে।
বিধায়ক ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে গ্রেফতার করার খবর সংবাদ মাধ্যমে জানতে পারলেও তার কাছে এ বিষয় কোনো অনুমতি বা তথ্য জানানো হয়নি। বলেছেন রাজ্য বিধান সভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়।
সাংবাদিকদের তিনি বলেন, সংবিধানের নিয়ম অনুযায়ী কোনো বিধায়ক কে গ্রেফতার করতে গেলে অধ্যক্ষ র অনুমতি নিতে হয়।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট মনে করেছিল দুর্নীতি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। সে কারণে কলকাতা হাইকোর্ট তদন্তভার দিয়েছিল সিবিআই এর হাতে। সিবিআই তদন্তভার কতটা এগিয়েছে সে তদন্ত রিপোর্ট আদালত চেয়েছে।
পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরে বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে লিখেছেন, পার্থ চট্টোপাধ্যায় গভীর জলের মাছ। শুধু ঘনিষ্ঠ মহিলার বাড়িতেই কোটি কোটি টাকা নয়। শান্তিনিকেতনেও এক মহিলার নামে একাধিক ফ্লাট ও বিপুল সম্পত্তি রয়েছে।
0 Comments