#Charu Majumdar
আজ থেকে ঠিক ৫০ বছর আগে ১৯৭২ সালের আঠাশে জুলাই লালবাজার সেন্ট্রাল লক আপে মৃত্যু হয়েছিল সিপিআইএম-এলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক চারু মজুমদারের। সেই থেকে আঠাশে জুলাই শহিদ দিবস হিসেবে পালন করে নকশালপন্থী বিভিন্ন সংগঠনগুলি। বৃহস্পতিবার রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় পালিত হল চারু মজুমদারের শহিদ দিবস।
চারু মজুমদারের ৫০ তম শহিদ দিবস পালিত হল রাজ্য জুড়েই। আজ থেকে ঠিক ৫০ বছর আগে ১৯৭২ সালের আঠাশে জুলাই লালবাজার সেন্ট্রাল লক আপে মৃত্যু হয়েছিল সিপিআইএম-এলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক চারু মজুমদারের। সেই থেকে আঠাশে জুলাই শহিদ দিবস হিসেবে পালন করে নকশালপন্থী বিভিন্ন সংগঠনগুলি। বৃহস্পতিবার সব থেকে বড় শহিদ স্মরণ অনুষ্ঠানটি হয় শিলিগুড়িতে। সেখানে শহিদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান লিবারেশনের রাজ্য সম্পাদক তথা চারু মজুমদারের পুত্র অভিজিত মজুমদার। এছাড়াও দলের রাজ্য দফতর মৌলালিতে চারু মজুমদারকে শ্রদ্ধা জানান রাজ্য নেতৃত্ব। পাশাপাশি কৃষ্ণনগর, রাণাঘাট, বহরমপুর, যাদবপুর, বেহালা, বেলঘড়িয়া, গড়িয়া সহ বিভিন্ন জায়গায় নকশালপন্থী নেতা কর্মীরা দিনটিকে পালন করেন শহিদ দিবস হিসেবে। এদিন বিকেল ৩ টে নাগাদ শিয়ালদহ থেকে বের হয় একটি মিছিল। মিছিলটি শেষ হয় ধর্মতলায়।বৃষ্টি উপেক্ষা করেই মিছিলে হাটেন বহু মানুষ। মিছিলে উপস্থিত ছিলেন পার্থ ঘোষ, কার্তিক পাল, দিবাকর ভট্টাচার্য সহ রাজ্য নেতৃত্ব। মিছিল থেকে টেট কেলেঙ্কারিতে অভিযুক্ত, দুর্নীতি গ্রস্থ নেতা মন্ত্রীদের বরখাস্ত ও গ্রেফতারের দাবি ওঠে। বিজেপির ফ্যাসিবাদের বিরুদ্ধেও সরব হন বক্তারা। পাশাপাশি এদিন সিপিআই(এম-এল) এনডি এবং শ্রমিক-কৃষক ঐক্য মঞ্চের উদ্যোগে মানিকতলার রামমোহন লাইব্রেরী হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
0 Comments