নিজস্ব প্রতিনিধি : কলকাতা : নেট পাড়া থেকে রাজ্য জুড়ে এখন একটাই চর্চা, কে এই পার্থ সঙ্গী অর্পিতা! কি করে হলেন ধনকুবের!
এই মুহূর্তে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম ঘিরেই চলছে তোলপাড়। শুক্রবার রাতে অর্পিতার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে ইডি। টাকার পরিমাণ পরিমাণটা ২১ কোটির কিছু বেশী। মিলেছে প্রায় কোটি টাকার সোনার গয়না। ২০টি দামী মোবাইল ফোন। আনেক বৈদেশিক মুদ্রা। রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ফ্যাল্ট, প্লট, জমি, শেয়ার ইত্যাদি। কোথা থেকে এত টাকা পেল আনামী আভিনেত্রী মডেল অর্পিতা মুখোপাধ্যায়। তা নিয়ে উঠছে প্রশ্ন। শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। তৃণমূলের মহাসচিব তথা প্রাক্তন শিক্ষা ও বর্তমান শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতার সম্পর্ক নিয়েও পাড়ার মোড়ে চায়ের দোকান থেকে বাসে, ট্রেনে, মেট্রোতে তুফান উঠেছে।
শনিবার দিন ভর আলোর গতিবেগকে পিছনে ফেলে অর্পিতা পার্থর সম্পর্ক নিয়ে চর্চা সেই কুমার গ্রামের প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত আফিস থেকে নবান্নর আন্দোরেও। শোভন বৈশাখী জুটির টিআরপি হার মেনেছে পার্থ অর্পিতা জুটির কাছে। তবে এরা শোভন বৈশাখীর থেকে একটু আলাদা। স্যোসাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে একটি পোষ্ট। যা নিয়ে ফেসবুক জুড়ে হল্লা। যেখানে দেখা যাচ্ছে গুরু পূর্ণিমার দিন পার্থ চট্টোপাধ্যায়কে গুরু প্রণাম জানিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। ফেসবুকের দেওয়ালজুড়ে নোটিফিকেশনের ছড়াছড়ি। কিন্তু, অর্পিতার এই পোস্ট কতটা সত্যি তা জানার সুযোগ হয় নি। তবে জানা গেছে বেলঘোরিয়ার এঁদো গলি থেকে টালিগঞ্জের আভিজাত আবাসনে অর্পিতার আসার জার্নীটা। ছোট বেলার থেকেই আভিনেত্রী হবার ইচ্ছে নিয়ে, টালি পাড়ায় ঘোরাঘুরি অর্পিতার। কিন্তু ভাগ্য সায় দেয় নি। ক্যরেক্টার অটিস্ট হিসাবে ওড়িয়া সিনেমায় আত্মপ্রকাশ। সেখান থেকে তামিল ফ্লিম ইন্ডাস্ট্রিতে। কিন্তু আভিনয়ের ছাপ কোথাও ফেলতে পারেনি। আগত্যা ফিরে আসা কলকাতায় ।শরীরি আবেদনে ছোটখাটো বোল্ড ফটোশূটের কাজ জুটছিল। বিভিন্ন পার্টি বা আনুষ্টানে থালি গার্ল হিসাবে কাজ করতো। জানা যায় একটি দূর্গা পূজার উদ্বোধন আনুষ্টান মঞ্চে থালি গার্ল অর্পিতার সঙ্গে পরিচয়, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। যার দৌলতে দুটো বাংলা সিনেমায় মুখ দেখানোর সুযোগ পায় অর্পিতা মুখোপাধ্যায়। কিন্তু আবার আভিনেত্রী হিসেবে চূড়ান্ত ফ্লপ অর্পিতা। সুত্রের খবর আভিনেত্রী হিসেবে চূড়ান্ত ফ্লপ হলেও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রায় ছায়া সঙ্গী হয়ে ওঠে অর্পিতা। নাকতলা উদয়নসঘের পূজার মঞ্চ থেকে ভোট প্রাচারে সব জায়গাতে পার্থর পাশে অর্পিতা। কয়েক বছর আগেই অর্পিতার ঠিকানা বদল হয়। বেলঘোরিয়ার এঁদো গলি থেকে রাতারাতি বাসিন্দা হয় টালিগঞ্জের আভিজাত আবাসনের। টাকা উদ্ধারের পর কিন্তু নিন্দুকেরা বলছে, চাকরী প্রাথীদের থেকে নেওয়া টাকা গচ্ছিত থাকত অর্পিতার কাছে। নামে বেনামে আনেক সম্পত্তি করেছে অর্পিতা, এ খবর খোদ ইডি সুত্রে। প্রতিবেশি থেকে আনেক পরিচিতদের দাবী শোভন বৈশাখী জুটির মতই পার্থ অর্পিতা জুটির রসায়ন টা ও বেশ জমজমাট। পার্থ চট্টোপাধ্যায় সত্যি তার গুরুজি ! না আবেদনময়ী ,লাস্যময়ী ,ফ্লপ অভিনেত্রির প্রেমে মজেছিল সেই উত্তর সময় দেবে ।প্রসঙ্গত অর্পিতা ছারাও একাধিক রহস্যময়ির নাম উঠে আসছে পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে।
0 Comments