নিজস্ব প্রতিনিধি , কলকাতা : উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের। বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় ও রাজ্য সরকারের যে তিক্ততা সেজন্য তাকে সমর্থন করছে না তৃণমূল। অন্যদিকে আলোচনা ছাড়াই মার্গারেট আলভাকে প্রার্থী কারায় তাকেও সমর্থন করছে না জোড়া ফুল শিবির।
উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দান থেকে বিরত থাকছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার কালীঘাটে সাংবাদিক সম্মেলন করে দলের অবস্থান জানিয়ে দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়রের সঙ্গে রাজ্য সরকারের তিক্ততার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন ধনকড়কে সমর্থন না করার জন্য প্রায় প্রত্যেকটি সংসদ সায় দিয়েছেন
পাশাপাশি বিরোধী জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা কে তৃণমূল সমর্থন করবে না বলেও জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। আলভাকে সমর্থন না করার কারণ ও ব্যাখ্যা করেছেন তিনি।
ভোট দান থেকে বিরত থাকা ইস্যুতে তৃণমূল কে করা সমালোচনা করেছে সিপিআইএম। তার জবাবও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফিরিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত বাংলার রাজ্যপাল থাকাকালীন জগদীপ ধনকড়রের সঙ্গে রাজ্য সরকারের যে তিক্ততা তা বারবার প্রকাশ্যে এসেছে। সেদিক থেকে জগদীপকে সমর্থন না করার সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে বিরত থাকার ফলে বিরোধী ঐক্যে ফাটল ধরবে নাতো সেটাই বড় প্রশ্ন।
ইতিমধ্যেই উপরাষ্ট্রপ্রতি পদে ভোটদানে তৃণমূলের বিরত থাকা নিয়ে বিজেপি বিরোধী অন্য দলগুলি সমালোচনা শুরু করেছে জোড়া ফুল শিবিরের। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন পূর্বেই সেটিং হয়ে গেছে এ বিষয়ে।
রাজনৈতিক মহলের ধারণা উপরাষ্ট্রপতি পদে ভোটদানে বিরত থেকে কার্যত বিজেপিকেই বার্তা দিতে চাইছে তৃণমূল। সেই সঙ্গেই বিরোধ ঐক্যে ক্রমশই যে আরও বেশি ফাটল ধরছে তা বলাই বাহুল্য
0 Comments